একাধিক নারীসঙ্গ, প্রেম, বিচ্ছেদ পেরিয়ে ২০১৮ তে রাজের ঘরণী হয়ে এলো টলিউড কাঁপানো শুভশ্রী। নারীসঙ্গ উপভোগ করা রাজ কে বিয়ে করে ঠিক না ভুলের মাশুল গুনছেন শুভশ্রী।
বিবাহিত জীবনের তিন তিনটি বছর পর করে বিবাহবার্ষিকীতে রাজ কে নিয়ে শুভশ্রীর মনের অনুভূতি ভাষায় প্রকাশ পেলো। সেদিনই তো সাতপাকে ঘুরলো, অগ্নি সাক্ষী করে সিদুরদান করলো টলিউডের হট কাপেল শুভশ্রী ও পরিচালক রাজ। একাধিক নারীসঙ্গ, প্রেম, বিচ্ছেদ পেরিয়ে ২০১৮ তে রাজের ঘরণী হয়ে এলো টলিউড কাঁপানো শুভশ্রী। নারীসঙ্গ উপভোগ করা রাজ কে বিয়ে করে ঠিক না ভুলের মাশুল গুনছেন শুভশ্রী। কি বলছেন এ বিষয়ে পরিণীতা শুভশ্রী গাঙ্গুলি? ২০১৮ তে বিয়ে তারপর গড়িয়েছে অনেক জল, তবে এতগুলো বছর একসাথে কাটানো অভিজ্ঞতা শেয়ার করলেন রাজ—পত্নী।
শুভশ্রী জানান চোখের সামনে দিয়ে কেটে গেলো তিনটি বছর। এর মধ্যে ঘটে গেছে বহুকিছু। তবে সব কিছু কে পেরিয়ে গতবছর শুভশ্রীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মা হওয়ার খুশি তিনি সবার সাথেই ভাগ করে নিয়েছেন। একদিকে মাতৃত্ব অন্য দিকে আবার প্রথমবার রাজের ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে জিতে বিধায়ক হওয়া। সব মিলিয়ে বেশ ভালই সময় কাটছে তাদের। শুভশ্রী তাদের তিন বছরের বিবাহ বার্ষিকীতে এ কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, রাজ তাদের বিয়ের ফোটো পোস্ট করে খুবই নস্টালজিক হয়ে পড়েছেন। সেই সঙ্গে নিজের সঙ্গিনী শুভশ্রী কে ধন্যবাদ ও জানিয়েছেন তাকে সঙ্গী হওয়ার জন্য।
বর কনের সাজের ছবির সাথে ক্যাপশন এ লেখা “তোমার মধ্যে আমি বন্ধুত্ব, ভালোবাসা, শান্তি, আনন্দ, আরো অনেক কিছু পেয়েছি। তোমাকে পেয়ে আমি চিরকৃতজ্ঞ। আমার সবচেয়ে ভালো বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ এবং আজ থেকে তিন বছর আগে আমার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়ার জন্যও অসংখ্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী, ভালোবাসা”।
শুভশ্রী ও কিন্তু নিজের মনের ভালোবাসাকে উজাড় করে দিয়েছেন তার মনের মানুষ রাজ কে। লালপেড়ে সাদা শাড়িতে নববধূ রূপে ধরা দিয়েছেন তিনি সাথে রাজের মানানসই দুধসাদা পাঞ্জাবি তাদের ভালোবাসার সাক্ষী বহন করছে।
বিয়ের পরের দিনের মিষ্টি একটা ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশন জুড়েছেন “আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তের ৩ বছর”। অর্থাৎ নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য খুব খুশি ও সেটাই তার শ্রেষ্ঠ সিদ্ধান্ত বলে জানিয়েছেন শুভশ্রী।
- Easy Steps To Write An Essay
- Bangla Natok Review : বাংলা নাটক “মারীচ সংবাদ” রিভিউ – কলমে সুজয়া
- গোল্ড মেডেল জেতার পরও কোরিওগ্রাফার হওয়া সহজ ছিলনা – অমর গুপ্তা । Podcast
- Essays For Sale – Writing Essays for Sale
- বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেয়নি যোগ্যতার দাম – আফসোস গীতিকার গৌতম সুস্মিতের
- Choosing Custom Term Papers Online