Sunday, December 10, 2023
Homeবিনোদনফিল্মবক্সঅফিস কেমন মাতিয়েছে ভুলভুলাইয়া ২?

বক্সঅফিস কেমন মাতিয়েছে ভুলভুলাইয়া ২?

সবে ২০ মে সিলভার স্ক্রিনে মক্তি পেয়েছে ভুলভুলাইয়া ২। আর এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে ছবি। ছবিটি মুক্তির ছয় দিনের মাথায় বক্স অফিস কালেকশন পৌঁছেছিল একেবারে নজরকাড়া। প্রায় ৮৬ কোটি। প্রথম পাঁচ দিনের বক্স অফিস কালেকশনের বিচারে চলতি বছরের সেরা ছবির তালিকায় টপ থ্রি-র জায়গা করে নেয় এই ছবি। আর ছবি মুক্তির প্রথম সপ্তাহ শেষের আগেই ১০০ কোটির লক্ষ্য ছুঁই ছুঁই। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ তাঁর টুইটার অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি নথি শেয়ার করেছেন। আর সেখানেই এই তথ্য মেলে।
প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশনের বিচারে ‘দ্য কাশ্মীর ফাইলস‘কে ছুঁয়ে ফেলার লক্ষ্যে মাত্র কয়েক ধাপ পিছিয়ে রয়েছে। তবে এরই মধ্যে Gangubai Kathiawadi-কে টেক্কা দিয়েছে। প্রথম সপ্তাহে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির বক্স অফিস কালেকশন ছিল ৯৭.৩০ কোটি টাকা। আর ভুলভুলাইয়া ২-এর কালেকশন ৯২.০৫ কোটি টাকা। সুতরাং আগামী কয়েকদিনের মধ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে ছাপিয়ে যাবে ভুলভুলাইয়া ২ তা বলা যেতেই পারে। আবার প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশনের বিচারে কঙ্গনা রানাওয়াতকে ছাপিয়ে গিয়েছে কার্তিক-কিয়ারা জুটির অনস্ক্রিন কেমেস্ট্রি।
Khobordoborপরিচালক Aneez Bazmee-র ভুলভুলাইয়া ২ -নিয়ে শুরু থেকেই দর্শকের প্রত্যাশা ছিল। এর পাশাপাশি অবশ্য অনেকের সন্দেহ ছিল, অক্ষয় কুমারের জায়গায় কার্তিক আরিয়ান দর্শকের মনোরঞ্জনে কতটা সফল হবেন। কিন্ত ছবি মুক্তির পর দেখা যায় প্রত্যাশার চেয়ে বক্স অফিসে অনেক বেশিই সফল হয়েছে কার্তিক-কিয়ারা জুটি ছবি ভুলভুলাইয়া ২।

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments