২০২১ সালেই জানা গিয়েছিল যে, ‘কাছের মানুষ’ হয়ে জুটি বাঁধছেন দেব-প্রসেনজিৎ। ছবিটি চলতি বছর পুজোতে মুক্তি পাওয়ার ঘোষণা আগেই করেছিলেন দেব। এবার ঘোষণা করা হল তার দিনক্ষণ। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। শনিবার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় ছবি মুক্তির দিন ঘোষণা হয়েছে।
‘ককপিট’ ছবির পর ফের জুটি বাঁধছেন তাঁরা। ককপিট’ ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎকে। কিন্তু ‘কাছের মানুষ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু । দেব ও প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ইশা সাহাকে।
২৪ ফেব্রুয়ারি শেষ হয় এই ছবির শ্যুটিং।তবে এর আগে ‘কাছের মানুষ’ ছবির পোস্টারেই সিনে প্রেমীদের নজর কেড়েছিলেন এই জুটি। পোস্টারে দেখা গিয়েছিল, রেললাইনে মুখোমুখি বসে দেব ও প্রসেনজিৎ। একটি ট্রেন এগিয়ে আসছে তাঁদের দিকে। কিন্তু কেউই রেললাইন থেকে উঠে যাচ্ছেন না। ক্রমশই কি মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন তাঁরা? কালো পোশাকে প্রসেনজিত যেন ভেঙে পড়া চিন্তিত এক মানুষের প্রতিচ্ছবি। আর দেবের লুক দেখে মনে হচ্ছে যেন কোনও এক প্রশ্নের উত্তরের আশায় প্রসেনজিতের মুখোমুখি সে। কোন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন তাঁরা, তা জানতে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে।