“Bhuj: The Pride of India” – Trailer Review
অজয় দেবগনের বহু অপেক্ষিত ফিল্ম “Bhuj : The pride of India” টেইলার রিলিজ হয়ে গেছে গত দুই-তিন দিন আগে আসুন জেনে নিই কেমন হয়েছে | ফিল্মটি OTT Platform – এ রিলিজ হবে। ডিজনি প্লাস হটস্টার প্লাটফর্মে (Disney+ Hotstar); ফিল্মের মেন কাস্টে আছে অজয় দেবগন, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, নোরা ফাতেহি, সারাদ কেলকার এবং আরো অন্যান্য। ট্রেইলারটি তিন মিনিট বাইশ সেকেন্ড এর করা হয়েছে ফিল্মটি একটি সত্য ঘটনার উপরে আধারিত 1971, 14 দিনের পাকিস্তানের এয়ারস্ট্রাইক ভুজ এয়ারফিল্ড এর উপর করেছিল 92 টি বোম্ব এবং বাইশটি রকেট অ্যাটাক করা হয়েছিল।
ট্রেইলারে যা গন্ডগোল দেখা দিয়েছে তা হলো অত্যধিক লম্বা ট্রেইলার এবং দুই মিনিটের জিনিস তিন মিনিট বাইশ সেকেন্ড ধরে দেখানো হয়েছে এবং ট্রেলারে বোঝা যাচ্ছে অ্যাক্টিং মিক্স পারফরম্যান্স রয়েছে প্রচুর অর্থাৎ কেউ ভালো তো কেউ বেশি ভালো দেখাতে গিয়ে বিগড়ে ফেলেছে এবং সমস্ত Vfx ট্রেলারেই দেখিয়ে দিয়েছে।
আরও পড়ুন – প্রতীক্ষার অবসান আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক, কে হচ্ছেন মহারাজ
এগুলো বাদে সব মিলিয়ে জবর্দস্ট একটা ফিল্ম আসতে চলেছে 13 ই আগস্ট 2021 যা বহু অপেক্ষিত কারণ দুর্দান্ত গল্প, প্রদর্শন, এক্টিং ও কাস্টিং দেখতে পাচ্ছি ট্রেইলারে। দেখা যাক কেমন পারফর্ম করে “Bhuj: The Pride of India” ডিসনি প্লাস হটস্টার -এ ||
মিমি (MIMI Trailer Review)
বাধাই হো, বারেলি কি বারফি, দাম লাগাকে হাইসা ইত্যাদি এরকম আরো অন্য ফ্যামিলি মুভির মতন মিমি ও তাই। একটি মজার নতুন কনসেপ্টের দারুন ফ্যামিলি ড্রামা। নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে এই ফিল্ম 30 জুলাই 2021 যার ট্রেলার রিলিজ হয়ে গেছে; মেন কাস্টিংয়ে রয়েছে কৃতি সানন, পঙ্কজ ত্রিপাঠি, সাই তামহানকার, ইভলীন এডওয়ার্ড, এডেন ওয়েটাক, সুপ্রিয়া পাঠক, মনোজ পাহওয়া। কাস্টিং মোটামুটি ভালোই বেশ ট্যালেন্টেড আর্টিস্ট রয়েছেন এবং গল্প বেশ ভালো কনসেপ্ট, সবমিলিয়ে জমজমাট ।
আরও পড়ুন – “ব্রেনোহুমোটক্সিক” বাংলা ভুতের গল্প – লেখক সুনীত অধিকারী
ট্রেইলার অনুযায়ী একটি মধ্যবিত্ত মেয়ে একজন ডাক্তারের পাল্লায় পড়ে এক বিদেশি কাপড়ের জন্য টাকার লোভে সরোগাসি করবে। পরে সেই কাপেল বাচ্চার অস্বীকার করবে পেটে থাকতেই তারপর সব গন্ডগোল শুরু হবে, জানতে গেলে দেখতে হবে Mimi, সে আশা করব সিনেমাটি অসাধারণ প্রদর্শন করবে ||
- সদ্যজাত বাচ্চাকে চুমু খাওয়া ঠিক নয়
- ঝকঝকে ও সুস্থ্য সুন্দর দাঁতের জন্য ঘরোয়া টিপস
- তৈমুর ও ইনাইয়ার হোলি খেলার ছবি শেয়ার করতেই কমেন্টের ঝাড় সোশ্যাল মিডিয়ায়