Friday, January 27, 2023
Homeবিনোদনফটো গ্যালারীঅন্তঃস্বত্বা সোনাম কাপুরের বেবি বাম্পের প্রথম ফটোশুট

অন্তঃস্বত্বা সোনাম কাপুরের বেবি বাম্পের প্রথম ফটোশুট

মাতৃত্ব সবসময় জেল্লা বাড়ায়, সেটি আরো একবার প্রমান করলেন বলিউড অভিনেতা অনিল কাপুর কন্যা সোনাম কাপুর। একটুকরো বস্ত্র দিয়ে বক্ষ যুগল ঢেকে, সিল্কের কাপড়ে নিজেকে সাজিয়ে নিজের অন্তঃস্বত্বা রূপকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেন আনন্দ আহুজা ঘরণী।

Sonam Kapoor

গত মাসে নিজের মা হবার খবর সবার সামনে আনতেই সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। খুব শীগ্রই তার কোল জুড়ে আসতে চলেছে ফুটফুটে একটি সন্তান। তারি মাঝে সোনাম কাপুর শেয়ার করলেন তার বেবি বাম্প এর ফটোশুট।

Sonam Kapoor Baby Bump

দুধ সাদা সিলকি শাড়ী ওপর এ একটুকরো কাপড়ে সাথে টেম্পল জুয়েলারিতে নিজেকে আবৃত করে হাজির হয়েছিলেন আবু জনির জন্মদিনের পার্টিতে। সবকিছুর মধ্যে তার বাবিবাম্প স্পষ্ট।

অভিনেত্রী সোনাম কাপুর জানিয়েছেন রবিবার আবুজনির জন্মদিনের পার্টির দিনের এই আউট ফিট এবং ওখান থেকেই এই ফটোশুট।হবুমায়ের এই রূপে মুগ্ধ হয়ে পরে নেটিজেনরা. সোমবার সকাল সকাল ভাইরাল হয়ে পরে এই ছবি।

Sonam Kapoor first baby bump image

অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সুনামকাপুর জানিয়েছিলেন, “চারটি হাত তোমায় বড় করার জন্য নিজেদের সেরাটা দেবে, যারা তোমার প্রতিটা পদক্ষেপ একসাথে চলবে, যারা তোমার পাশে থেকে তোমায় ভালোবাসা দেবে,তোমাকে স্বাগত জানানোর জন্য তর সইছে না”।

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments