Ekta Kapoor Arrest Warrant : বিহারের বেগুসরাইয়ের আদালত একটি ওয়েব সিরিজের জন্য প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপূর ও তাঁর মা শোভা কাপূরের বিরুদ্ধে জারি করল গ্রেফতারি পরোয়ানা। এই মামলায় অবিলম্বে তাঁকে বিহারের বেগুসরাইয়ের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।
বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনাকর্মীর ২০২০ সালে একতার বিরুদ্ধে অভিযোগ, তাঁর ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’ (সিজন-২)-এ সেনাকর্মীদের অপমান এবং তাঁদের পরিবারের অনুভূতিকে আঘাত করা হয়েছে। এক প্রাক্তন সেনাকর্মীর শম্ভু কুমারের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিহারের বেগুসরাইয়ের আদালত।
‘ট্রিপল এক্স’ (সিজন -২) নামে ওই ওয়েব সিরিজে এক সেনার বাহিনীর স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। তাই ২০২০ সালে প্রাক্তন সেনাকর্মী বিহার আদালতে অভিযোগ করেন। অভিযোগকারীর দাবি, দৃশ্যটি এক জন সেনাকর্মী হিসাবে তাঁকে মর্মাহত করেছে।
যদিও দু’বছর আগে ওই সিরিজ ‘ট্রিপল এক্স’ (সিজন -২) থেকে দৃশ্যটি বাদ দিয়ে ভিডিয়ো বার্তায় ক্ষমা চেয়েছিলেন পরিচালক প্রযোজক একতা কাপুর। তার পরেও কেন আদালত একতা কাপূর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Ekta Kapoor Arrest Warrant) জারি করল আদালত? এই প্রশ্নের উত্তরে আইনজীবী ঋষিকেশ পাঠক জানিয়েছেন, ‘‘বিতর্কিত দৃশ্য বাদ দিলেও একতা কাপূর এই মামলায় আদালতে হাজিরা দেননি। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।’’
আরও পড়ুন –
- মহালয়া কি ? কেন এই দিন এত গুরুত্বপূর্ণ ?
- গর্ভবতী হওয়ার সম্ভাবনা কীভাবে বাড়াবেন
- দুর্গা পূজার সময় করুন বাস্তুর এই উপায়গুলি, সৌভাগ্য আসবেই
- রাহু কেতুর গোচর ২০২২, কেমন যাবে এই সময় জেনে নিন বৃশ্চিক রাশি থেকে মীন রাশি
- মহাভারতের ২৫ টি অজানা কথা যা জানলে আপনিও অবাক হবেন
- তাজমহল প্রাসাদে রণবীর কাপুর-আলিয়া ভাট বিয়ের সংবর্ধনা দেবেন
- রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়েতে নীতু কাপুরের কি মতামত
-
স্তনের আকার বলে দেয় নারীর ব্যক্তিত্ব, বলছে সামুদ্রিক শাস্ত্র
-
আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত বা নতুন নম্বর আপডেট কীভাবে করবেন ?
1 thought on “একতা কাপূর ও তাঁর মা শোভা কপূরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা”
Very interesting details you have observed, appreciate it for
putting up.Blog money