Monday, May 29, 2023
Homeলাইফ স্টাইলউৎসবআর্ন্তজাতিক শিশু কন্যা দিবস উদযাপন হাওড়ায়

আর্ন্তজাতিক শিশু কন্যা দিবস উদযাপন হাওড়ায়

International Girl Child Day : আন্তর্জাতিক শিশু কন্যা দিবস উপলক্ষে হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার এক দরিদ্র দিনমজুর পরিবারের প্রতিভাবান মেধাবী কলেজ শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিবেদককে বলেন এক কঠিন কঠোর করুন পরিস্থিতিতে গত মাধ্যমিক পরীক্ষার কয়েক দিন আগে যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই সময় জানতে পারি আমাদের হোস্টেলের এক নবম শ্রেণীর ও এক মাধ্যমিক পরীক্ষার্থী দুই নাবালিকার বাড়ির লোকজন ও আত্মীয় পরিজন তাদের কিছু না জানিয়ে বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করে নিলজ্জ ভাবে। এক শিশু কন্যাকে পাত্রের বাড়িতে রেখে আসে ।

আর একজনকে পরীক্ষা শেষ করে বাড়িতে গেলে তার ও বিবাহ দিয়ে দেবে। এই পরীক্ষার্থীর কথা মতো মনিরা তার বাবার সহায়তা নিয়ে রক্ষা ও সুরক্ষিত রাখতে যারপর নাই চেষ্টা করে এ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সমস্ত রকম ভয় ভীতি কে পরোয়া না করে ,কোন পুরষ্কারের আসা না করে ,সে এরুপ বেশ কিছু কাজ করে যাচ্ছে নিজের মতো করে টিফিন খরচ বাঁচিয়ে।

international girl child day celebration at howrah
international girl child day celebration at howrah

আজকে হাওড়া জেলার শ্যামপুর থানার,সীতাপুর ফাঁড়ির, আমড়দহ গ্রাম পঞ্চায়েতের বড ঘু ঘু বেশিয়া র প্রয়াসের আয়োজনে অনুষ্ঠিত হলো আজ এগারো অক্টোবর ‘আন্তর্জাতিক শিশু কন্যা দিবস’। আলোচনা, কবিতা, ছড়া,নাচ, গান, শ্রুতি নাটক মহিলাদের নিজ হাতে তৈরী উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে আমড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত পাত্র,অধ্যাপক দেবাশিষ কয়াল,সীতাপুর ফাঁড়ির ইনচার্জ কিষানু জানা,প্রয়াসের ব্রাদার মার্কুস টপ্পো ও প্রয়াসের গ্রুপের মেয়েরা।প্রায়াসের প্রায় পঞ্চাশ জন কিশোরী মেয়ে অংশগ্রহণ করেন। টপ্পো বলেন মনিরা আমাদের অনুপ্রেরণা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

শ্যামপুর এলাকার অধিকাংশ মানুষের দিনযাপন ইট ভাঁটার আয়ের উপর। শিক্ষার আলো সেভাবে পৌঁচ্ছায়নি।এই এলাকায় ‘প্রয়াস’ মানুষের সেচতনতার লক্ষে নিরন্তর কাজ করে যাচ্ছে।

রিপোর্টার
অভিজিৎ হাজরা,শ্যামপুর, হাওড়া

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments