লেখালেখি করে মাসে ইনকাম করুন এক লাখ টাকারও বেশি । (Earn more than one lakh taka per month by writing.)
আমাদের মধ্য অনেক জন আছে যারা পড়তে ভালোবাসে , আবার অনেকে আছে যারা লিখতে ভালোবাসে । আজকে আমাদের এই ব্লগটি হতে চলেছে যারা লেখালেখি করে এক্সট্রা ইনকাম করতে চান তাদের জন্য । সেই জন্য এই ব্লগটি আপনি মনোযোগ সহকারে পড়ুন । আশা করি আপনার অনেক কাজে লাগবে।
কিভাবে লেখালেখি শুরু করবেন এবং এর থেকে কি আদৌ অনেক অর্থ উপার্জন করা সম্ভব ? (How to start writing and is it possible to earn a lot of money?)
প্রথমে বলি লেখালেখি মানেই এটা নয় যে আপনাকে অনেক কিছু জানতে হবে । লিখতে লিখতে আপনি পারদর্শী হয়ে যাবেন । সেটা হতে পারে আপনার স্বাস্থ্য বিষয়ে , টেকনোলজি বিষয়ে , পড়াশোনার বিষয়ে অর্থাৎ আপনি যেকোনো বিষয় লিখতে পারেন । এবার আপনার মন স্থির হয়ে গেছে যে আপনি লেখালেখি করবেন এবং লেখালেখি করেই আপনি অর্থ উপার্জন করবেন ? এবার জানতে চাইছেন কিভাবে স্টার্ট করব ? সবার প্রথমে আপনাকে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে । হ্যাঁ , এখানে বিনিয়োগ আছে । মনে করুন বছরে পাঁচ থেকে দশ হাজার টাকা । খুব ভালো মানের ওয়েবসাইট করলে ১০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এবং নিন্মমানের ওয়েবসাইট করলে ৭০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে হয়ে যাবে ।
ওয়েবসাইট কোথা থেকে তৈরি করব ? উত্তর আপনি এই ওয়েবসাইটের ওনারের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন (+৯১ ৭৪৩০০ ১০৬৭৬ )।
ওয়েবসাইট এখন রেডি । এখন আপনার কাজ কি ? কিভাবে আপনি উপার্জন করবেন? নানা প্রশ্ন , মানুষের মনের মধ্যে থাকবে । আপনাকে একটা নিশ নির্বাচন করতে হবে অর্থাৎ কোন বিষয়ে লিখবেন । এর জন্য আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অনেক ভালো হয় । এছাড়াও মোবাইলের মাধ্যমে করতে পারেন , তবে একটু কষ্টকর হয়ে যায় ।
আপনি হয়তো ভাবছেন , ব্লগটি কি ? ( What Is Blog ? )
আমরা যখন কোন কিছু জিজ্ঞাসা করি গুগলকে , গুগল সরাসরি কিছু ওয়েবসাইটে লিস্ট আপনাদেরকে দিয়ে দেয় তারপর আপনি ক্লিক করে সেই যা জানতে চাইছেন সেগুলি পেয়ে যান । এবার আপনার মনে হতেই পারে এই যে এত লেখা এগুলো কি google লিখেছে ? উত্তর – না । এগুলো একটা একটা ওয়েবসাইটের ওনার এক একজন এই সম্বন্ধে লিখেছে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে তাদের ওয়েবসাইটগুলো রান করছে এবং মানুষজন সেটাকে ক্লিক করছে এবং কনটেন্টটি পড়ছে ।
তাহলে অনেকেই প্রশ্ন করবে , What Is Blog ? আমার কিভাবে এর থেকে আবার ইনকাম হল চলুন আমরা তাহলে একটু দেখে আসি ?
প্রথমত , অ্যাডভার্টাইজিং – গুগল অ্যাডসেন্সের এপ্রুভাল হয়ে গেলে আপনার ওয়েবসাইটে এড আসবে এবং সেখান থেকে আপনার একটা ইনকাম জেনারেট হবে ।
দ্বিতীয়ত , ডাইরেক্ট সেল এড – মনে করুন আপনার আশেপাশে অনেক বিজনেস আছে বা অনলাইনের মাধ্যমে অনেকে বিজনেস করছে । তারা তাদের ব্যবসার প্রচার করাতে চায় । আপনি তাদেরকে বলবেন আমাদের একটা ব্লগ ওয়েবসাইট আছে আপনি চাইলে আমাদের মাধ্যমে অ্যাড দিতে পারেন আমাদের সাইডে এবং তারা আপনাকে ডাইরেক্ট সেল অ্যাডের জন্য পেমেন্ট করবে ।
তৃতীয়ত , অ্যাফিলিয়েট মার্কেটিং- অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? এটাতে অবশ্যই জানেন যদি না জেনে থাকেন নিচের দেওয়া লিংকে গিয়ে এই ব্লগটি পরে আসুন ।
চতুর্থত , – আপনি যদি কোন প্রোডাক্ট থাকে অথবা কোন সার্ভিস থাকে তাহলে আপনি অনায়াসে সেল করতে পারবেন এছাড়াও মেম্বারশিপ সিস্টেম এবং সাবস্ক্রাইব সিস্টেম রাখতে পারেন । যেমন মনে করুন , আপনি একজন ইংলিশ টিচার । ইংলিশের বিভিন্ন কিছু লিখছেন । ওটা কারা পড়বে ? নিশ্চয়ই আপনার কোন ছাত্রছাত্রীরা অর্থাৎ যাদের ওটা দরকার । আপনি আপনার নম্বার সেখানে দিয়ে দিলেন যে কোচিং করতে চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করুক । এইরকম ভাবে অনেক ইনকাম করা সম্ভব ।
তাহলে আপনি জানতে পারলেন কি কি উপায়ে ইনকাম করা যায় একটা ব্লগ ওয়েবসাইট থেকে অর্থাৎ লেখালেখি করে যদি ব্লগ ওয়েবসাইট আমাদের মাধ্যমে তৈরি করতে চান তাহলে প্রথম ১০ জনের খুব কম খরচে ওয়েবসাইট তৈরি করে দেব । নিচে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন ।
আরও জানুন –
ইউটিউব চ্যানেল থেকে কিভাবে অনেক অর্থ উপার্জন করছে লক্ষাধিক মানুষ । |