ই-বুক সেলিং করে উপার্জন করুন কোন খরচ ছাড়াই ?

ই-বুক সেলিং করে উপার্জন করুন কোন খরচ ছাড়াই ?

নমস্কার,  এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ।  আজকে আমাদের এই ব্লগটি হতে চলেছে সেই সব মানুষদের জন্য যারা ডিজিটাল ভাবে  কিছু ইনকাম করতে চাই  । চলুন তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক । আজকের বিষয় ই-বুক সেলিং এবং ইনকাম । 

ই-বুক সেলিং করে উপার্জন করুন কোন খরচ ছাড়াই ?

প্রথমে আমাদের মনে প্রশ্ন হয় ,  ই-বুক কি ?

E-Book  হচ্ছে ডিজিটাল পিডিএফ ।  যেমন আপনি কোন কিছু পরতে চাইছেন পিডিএফ টি ডাউনলোড করে নিলেন অনলাইন থেকে । সেটা আপনার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন , পড়তে পারছেন । 

 

কিভাবে তৈরি করব বা কোন বিষয়ের উপর লেখালেখি করব ?

সবার প্রথমে আপনার নির্বাচিত টপিক খুঁজতে হবে । যেমন মনে করুন ,  আপনার অভিজ্ঞতা আছে ভূগোল সম্পর্কে । তাহলে ভাবুন আপনি কি কি লিখতে পারবেন এবং কাদেরকে সাহায্য করতে পারবেন ? ধরা যাক ভূগোল সম্পর্কে আপনার অনেক দক্ষ আছে , তাহলে আপনি মাধ্যমিকের ভূগোল সাজেশন করতে পারেন বা উচ্চমাধ্যমিকের ভূগোল সাজেশন এইরকম এবং অনলাইনে বিক্রয় করতে পারেন । 

 

 কিভাবে পিডিএফ তৈরি করবেন বা ই-বুক তৈরি করবেন

আপনার যদি স্মার্টফোন অথবা কম্পিউটার থাকে তাহলে অনায়াসে এই কাজটি করতে পারবেন । কম্পিউটার থেকে করতে গেলে  ওয়ার্ড অবশ্যই থাকবে ।  একটা বই যেভাবে তৈরি হয় সেই ভাবে লেখালেখি শুরু করুন ।  প্রথমে একটা কভার পেজ দিলেন তারপর আপনার সম্পর্কে লিখলেন ,  সূচিপত্র দিলেন এবং লেখালেখি শুরু করলেন । যদি আপনি এটা অনলাইনে করতে চান ক্লিক করুন ।  আপনার ebook এখন রেডি হয়ে গেছে যদি আপনার শুধু মোবাইল হয়ে থাকে তাহলে কনটেন্ট গুলি যেকোনো অ্যাপ এ রেখে দিন । যেমন – নোটবুক, হোয়াটসঅ্যাপে এরকম ।  তারপর আপনি ওয়ার্ড ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে সাজিয়ে গুছিয়ে পিডিএফ এক্সপোর্ট করুন । এইভাবে আপনি ই-বুক তৈরি করতে পারবেন । 

 

কিভাবে সেল করবেন আপনার ই-বুক?

১)  ই- বুক সেল করার জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারেন । এছাড়া যারা এই বিষয়ে টিউশনি দিয়ে থাকেন তাদেরকে আপনার এই ই-বুক রেকমেন্ড করতে পারেন ।  এছাড়াও সবথেকে বেশি মার্কেটিং যেভাবে হয়ে থাকে সেটা হল ইউটিউব । ইউটিউব  এর মাধ্যমে আপনার কনটেন্ট কে একটা youtube এ ভিডিও করুন এবং তার সাথে বলুন এই পিডিএফ কিনতে চাইলে নিচের দেওয়া লিঙ্ক থেকে্  কিনুন । 

 

২) এটিকে সেল করতে পারবেন এক হচ্ছে ম্যানুয়ালি ভাবে অর্থাৎ আপনার whatsapp নাম্বার দিতে পারেন বা কল নাম্বার দিতে পারেন । যারা নিতে চাইবে তারা আপনাকে কল করবে তাদেরকে প্রথম পেমেন্ট করবে আপনার অনলাইনে এবং পিডিএফ টি সেন্ড করে দিবেন । 

৩) আর একটি যে পর্যায়ে আছে এর জন্য আপনাকে একটা ই-কমার্স স্টোর তৈরি করতে হবে যেখানে ই-বুক সেল করবেন ।  অবশ্যই মনে রাখবেন এটা একটা পেইড সার্ভিস । বছরে অন্তত 5 থেকে 10 হাজার টাকা খরচ হতে পারে । যদি আপনার কাজ অটোমেটেড করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । যোগাযোগ করুন – ক্লিক করুন 

 

ই-বুক সেল  করার বিভিন্ন পদ্ধতি থেকে শুরু করে  এ টু জেড ব্লগের মাধ্যমে আলোচনা করা হলো  । এইরকম ইনফরমেটিভ ব্লগ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ।  ধন্যবাদ ।। 

আরও জানুন –

ইউটিউব চ্যানেল থেকে কিভাবে অনেক অর্থ উপার্জন করছে লক্ষাধিক মানুষ ।

ই-বুক সেলিং করে উপার্জন করুন কোন খরচ ছাড়াই ?

স্টক মার্কেট থেকে কিভাবে উপার্জন করবেন ?