স্টক মার্কেট থেকে কিভাবে উপার্জন করবেন ?

স্টক মার্কেট থেকে কিভাবে উপার্জন করবেন ?

এই ব্লগটি সম্পূর্ণরূপে পড়বেন তা না হলে অনেক কিছুই বুঝতে পাবেন না ।  চলুন তাহলে আলোচনা করা যাক ।  প্রথমে বুঝুন স্টক মার্কেট কি ? –  মনে করুন আপনি সবজি মার্কেটে গেছেন । সেখানে 100 গ্রাম কাঁচা লঙ্কা নিলেন মাত্র ১৫ টাকা দিয়ে। এখানে আপনি একজনকে টাকা দিলেন আরেকজন আপনাকে একটা মাল দিল ।  ঠিক তেমনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয় এবং তার বিনিময়ে কিছু প্রফিট আপনি পেয়ে থাকেন  । প্রথমেই বলে রাখা ভালো এটা যথেষ্ট রিস্কি জাতিও  একটা বিষয় । আনুমানিক ১০০ জনের মধ্যে ৭০ জন টাকা লস করিয়ে বসে এই স্টক মার্কেটে ।  আবার ৩০ শতাংশ মানুষ এর মধ্য মোটামুটি ইনকাম করে এবং ১০% মানুষ খুব ভাল রকম ইনকাম করে ।

 

স্টক মার্কেট কিভাবে কাজ হয় ?  কিভাবে শেয়ার কেনাবেচা হয়ে থাকে ? 

 

এই স্টক মার্কেট অনেক বছর আগে থেকে চলে আসছে । আগে ফিজিকালি স্টক কেনাবেচা করতো । আর একটু বোঝার স্বার্থে বলা যাক। মনে করুন এখন বর্তমানে রিলায়েন্স কোম্পানির আপনি অংশীদার হবেন ।  তাহলে কি কখনো হতে পারবেন ?  উত্তর –  না । অংশীদার হতে গেলে ঐরকম টাকা নিয়ে তাদের সঙ্গে অংশীদারিত্ব নিতে হবে ।  তবে আপনাকে যদি বলা হয় এই রিলায়েন্স কোম্পানি তে আপনি একজন শেয়ারহোল্ডার হতে পারবেন ১০০ টাকা থেকেই বিনিয়োগ করে । যখন ওই কোম্পানি ধীরে ধীরে বাড়বে তখন আপনার টাকা বাড়বে । যখন ওই কোম্পানি লস করবে তাহলে আপনার টাকাও আস্তে আস্তে লস  হবে । আশা করি বিষয়টি অল্প হলেও বুঝতে পেরেছেন বিষয়টি কি ? 

 

এই মার্কেট কিভাবে চলে ? বা কিসের উপর নির্ভর করে  ?

 এটা সম্পূর্ণ একটা অ্যালগরিথামের উপর নির্ভর করে । যে স্টকে  যত বেশি মানুষ ইনভেস্ট করবে সেই  স্টক তত বেশি প্রফিটে যাবে  এবং এছাড়াও অনেক রকম

জিনিস যুক্ত থাকে । আপনার ইনভেস্ট এখানে চলে যাওয়ার  কোন ভয় নেই । কারন প্রতি দেশের  সরকার এটি  নিয়ন্ত্রির করে থাকে । 

 

এবার আপনি ইনভেস্ট করবেন কিভাবে ? 

 অবশ্যই মনে রাখবেন , ইনভেস্ট করার সময় সতর্কতা অবলম্বন করবেন । আগে থেকে স্টক সম্পর্কে পড়াশুনা করতে পারেন বা রিসার্চ করতে পারেন কারণ প্রথমেই বলেছি এখানে ৭০% মানুষ তাদের টাকা লস করিয়ে বসেন । ইনভেস্ট করার আগে আপনাকে একটা সঠিক প্ল্যাটফর্ম খুঁজতে হবে যেখানে ইনভেস্ট করবেন । এই তিনটি ভারতবর্ষের মধ্যে সেরা অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনি ট্রেড করতে পারেন । একাউন্ট ওপেন করার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করুন ।  এবং প্রথমে মাত্র হাজার টাকা যুক্ত করে ইনভেস্ট করে দেখতে পারেন । 

Groww App –  গ্রো তে অ্যাকাউন্ট খুলুন । 

Angel One –  এঙ্গেল ওয়ান এ অ্যাকাউন্ট করুন । 

Upstox  – আপ স্টক এ অ্যাকাউন্ট খুলুন । 

 

আশা করি , স্টক থেকে কিভাবে উপার্জন করবেন ? সেটা সম্পর্কে একটু হলেও বোঝাতে পেরেছি । স্টক সম্বন্ধে আরো তথ্য জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন । 

আরও জানুন –

ইউটিউব চ্যানেল থেকে কিভাবে অনেক অর্থ উপার্জন করছে লক্ষাধিক মানুষ ।

ই-বুক সেলিং করে উপার্জন করুন কোন খরচ ছাড়াই ?

স্টক মার্কেট থেকে কিভাবে উপার্জন করবেন ?

…………………………………………………………………