Tuesday, December 12, 2023
Homeআধ্যাত্মবাদঅনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল কেদারনাথ মন্দিরের দরজা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল কেদারনাথ মন্দিরের দরজা

সোমবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে কেদারনাথে। বেশ কয়েকটি জায়গায় ধংসও নামতে দেখা গিয়েছে প্রকৃতির বিপর্যয়ের জেরে। এই পরিস্থিতিতে তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই কেদারনাথ যাত্রা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এমনটাই জানানো হয়েছে উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে।

জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে কেদারনাথে। বিভিন্ন জায়গা ধ্স নেমে কেদারনাথ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়েছে। যে সব তীর্থযাত্রী চারধামের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে যে সব পুণ্যার্থী কেদারনাথে রয়েছেন, তাঁদেরও মন্দিরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। হোটেলে ফিরে যেতে বলা হয়েছে সকলকে। স্থানীয় প্রশাসনের তরফে কেদারনাথ থেকে যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনারও ব্যবস্থা করা হয়েছে।

রুদ্রপ্রয়াগের সার্কেল অফিসার প্রমোদ কুমার জানান, ”কেদারনাথ সংলগ্ন এলাকাগুলিতে প্রবল বর্ষণের জেরে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতিদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই আমরা কোনওরকম ঝুঁকি না নিয়ে তীর্থযাত্রীদের নিজেদের হোটেলে ফিরে যেতে বলেছি। এই সময় পায়ে হেঁটে এই যাত্রাপথ এখন ঝুঁকিপূর্ণ।” ফের কবে যাত্রা শুরু হবে সেই অপেক্ষায় প্রহর গুনছে লক্ষাধিক ভক্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড অতিমারী পর্বে গত দু’বছর চারধাম যাত্রা বন্ধ ছিল। চলতি বছরের মে মাসের ৩ তারিখে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন পুনরায় চারধাম যাত্রা শুরু করেন পুণ্যার্থীরা। ৬ মে ভক্তদের জন্য কেদারনাথের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এরপরেই মন্দির চত্বরে ভিড় জমতে শুরু করেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। এখনও পর্যন্ত চারধাম যাত্রায় ৬০ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments