Thursday, June 1, 2023
Homeআধ্যাত্মবাদনবরাত্রি কি ? নবরাত্রি পুজার কি মহাত্ম জেনে নিন

নবরাত্রি কি ? নবরাত্রি পুজার কি মহাত্ম জেনে নিন

Navratri 2022 : হিন্দু ধর্মে চৈত্র মাসে নবরাত্রির একটি বিশেষ মাহাত্ম আছে। এই সময় দেবী দূর্গা অর্থাৎ শক্তি পূজা বা আরাধনা করা হয়। বাংলা মাস অনুযায়ী চৈত্র মাসের শুক্লা পক্ষের প্রথমা থেকে এই নবরাত্রি শুরু হয় এবং শেষ হয় নবম দিনে অর্থাৎ রাম নবমীর দিন।পুরানে কথিত আছে ভগবান রাম, দেবী দুর্গার উপাসনা করে রাবন কে যুদ্ধে পরাজিত করতে সক্ষম হয়ে ছিলেন।সেই থেকেই এই শক্তি পুজোর রীতি চলে আসছে।এই নবরাত্রি তে দেবীর নয় রূপের পুজো করা হয়ে থাকে।

অশ্বিনও চৈত্র মাসে নবরাত্রি উৎযাপিত হয়। চৈত্র মাসের শুক্লা পক্ষের প্রতিপদ থেকে পূজা শুরু হয়ে নবম দিনের দিন এই পূজার অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

Mahalaya 2022: মহালয়া কি ? কেন এই দিন এত গুরুত্বপূর্ণ ?

নবরাত্রি কে কেন্দ্র করে প্রথম থেকে নবম দিন পর্যন্ত দেবীর নয় রূপের পুজো হয়ে থাকে সাথে দেবী মা এর আশীর্বাদ প্রাপ্তির জন্য প্রাথনা করা হয়ে থাকে।

নবরাত্রি পূজার মহাত্ম

এবার জানাবো মা নবরূপের যে পূজারর্চনা করে থাকি আমরা সেই বিশেষ রূপ গুলি কি কি?প্রতিপদ তিথিতে পুজো করা হয় মা শৈলপুত্রী,দ্বিতীয়া তিথিতে পূজা হয় মা ব্রহ্মচারীনী, তৃতীয়া তিথিতে পুজো হয় মা চন্দ্রঘন্টার, চতুর্থী তিথিতে পুজো হয় মা কুশমন্ডার,পঞ্চমী তিথিতে পূজিত হন স্কন্দমাতা রূপে ষষ্ঠী তিথিতে দেবীর পুজো হয় কাত্যায়নী রূপে,সপ্তমী তিথিতে মা পূজিত হন কালরাত্রি রূপে ও অষ্টমী তিথিতে মা এর পূজন করা হয় মা মহাগৌড়ীর ও নবম দিনে মা পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে।এই নয় রূপের দেবীর পূজার মাধ্যমেই অনুষ্ঠিত হয় নবরাত্রি।

কেন সাড়েসাতির সময় হনুমান পূজা করা হয় ? – শনির সাড়েসাতির সহজ প্রতিকার

এই নবরাত্রি পালন খুব ভক্তি ভরে মানুষ পালন করে থাকে। এই পুজোর ফলে মানুষের জীবন বাঁধা বিপত্তি দূর হয়, অর্থনৈতিক শ্রী বৃদ্ধি ঘটে সাথে সংসার মঙ্গল আশীর্বাদ প্রাপ্ত হয় ও শত্রু বা অমঙ্গল সূচক যা কিছু তার বিনাশ ঘটে।

 

 

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments