নতুন রূপে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স

ab de villiers now as a commentator

ab de villiers: ক্রিকেটার হিসেবে এবি ডি ভিলিয়ার্সের অভিষেক হয়েছিল ২০০৪ সালে। মি. ৩৬০° খ্যাত প্রাক্তন এই প্রোটিয়া অধিনায়ককে এবার দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট আসর এসএ-২০’তে এবিকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে।

এই প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘আমি মনেপ্রাণে একজন ক্রিকেট ভক্ত। এসএ-২০ চলাকালীন বিশ্বের সেরা ক্রিকেটারদের দারুণ সব পারফরম্যান্স মাইকের পিছনে বসে উপভোগ করতে আমার আর তর সইছে না। আমি এই উত্তেজনাপূর্ণ সুযোগের জন্য আমার অতীতের কয়েকজন সতীর্থ ও ক্রিকেটের কয়েকজন কিংবদন্তিদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’ ab de villiers

এসএ-২০’ তে ধারাভাষ্যকারের তালিকায় রয়েছে আরো বেশ কয়েকটি চমক। এবির সঙ্গে আরো আছেন প্রাক্তন প্রোটিয়া তারকা কর্ডন, মার্ক বাউচার, অ্যাশওয়েল প্রিন্স, শন পোলক, হার্শেল গিবস, ক্রিস মরিস ও ভার্নন ফিল্যান্ডারের মতো ক্রিকেটাররা।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –