Wednesday, November 29, 2023
Homeভ্রমণচাঁপমারির অভায়ারণ্য যেন পটে আঁকা ছবি

চাঁপমারির অভায়ারণ্য যেন পটে আঁকা ছবি

Chapramari forest: দুরন্ত,উচ্ছল মূর্তি নদী ও চাপরামারির সান্নিধ্যে অবস্থিত ছবির মতো সুন্দর চাপরামারি ওয়াইল্ডারনেস ক্যাম্প নিত্যান্ত অবধারিতভাবেই সম্মোহিত করবে। চাপরামারির গভীর অরণ্যে রয়েছে হাতি, গন্ডার গৌর, নীল গাই। সারা অরণ্য জুড়ে রয়েছে এক মাদকতা। অরন্যের বুক চিরে চলে যাওয়া ন‍্যোওরা নদী আর বিরাট জলাশয় চাপরামারি সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। হনিমুন কাপলরাতো এখানে এলে অবধারিতভাবেই পেয়ে যাবেন রোমাঞ্চকর এক অনুভূতি। প্রাচীন আঙ্গিকের কটেজগুলোতে হনিমুন উদযাপনের দিনগুলিতে বসবাস, সঙ্গে বিকেলের পড়ন্ত বেলায় আদিবাসী নৃত্য এক অনুভুতির আমেজ আনে।

কিভাবে যাবেন:
চাপরামারি যাওয়ার নিকটবর্তী রেলস্টেশন নিউ জলপাইগুড়ি এবং নিউ মাল স্টেশন। শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিকটবর্তী বাস টার্মিনাস তেনজিং নোরগে আর নিকটবর্তী বিমানবন্দর বাগডোগরা।

কোথায় থাকবেন:
প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতিজাত উপাদানে গড়ে ওঠা কটেজ গুলি (জনার্দন,কাবেরী,আমত,ফুলভতি) অবকাশ যাপন-আপনার নিভৃত স্বপ্নপূরণ। আর মিলবে স্থানীয় নিজস্বতায় তৈরি খাদ্যবলির দ্বারা রসনা তৃপ্তি।

জেনে রাখুন:
**পড়ন্ত বেলায় গুনগুনিয়ে ওঠা আনমনা বিকেলে আদিবাসী নৃত্য দর্শনের অভিজ্ঞতা।
**চাপরামারি ওয়াচ টাওয়ার থেকে প্রকৃতিকে অনুভব করবেন।(১৬জুন থেকে ১৫ সেপ্টেম্বর ব্যতীত)।

বৃহস্পতিবার অরণ্য বন্ধ (chapramari forest) থাকে।
**চাপরামারি অভয়ারণ্য ভ্রমনের ডে ভিজিটে পাস মিলবে বনবিভাগের ইন্টারপ্রিটেশন সেন্টার লাটাগুড়ি থেকে।
**লাটাগুড়ি থেকে ৫০০ ও ৭০০ টাকায় মারুতি ও জিপ ভাড়া পাওয়া যায়।
**অভয়ারণ্যে থাকার জন্য যোগাযোগ d.f.o. বৈকুন্ঠপুর ডিভিশন, হসপিটাল মোড়, শিলিগুড়ি। ফোন নাম্বার (0353 )24 36 436.

যোগাযোগ:
বিভাগীয় বনধিকারিক, বন্যপ্রাণী বিভাগ-২, অরণ্য ভবন, পোষ্ট ও জেলা- জলপাইগুড়ি, ফোন নাম্বার (03561) 224907/220017, রেঞ্জ অফিসার,ইকো ট‍্যুরজম রেঞ্জ,পো:-লাটাগুড়ি, জেলা জলপাইগুড়ি, ফোন;(0 356) 266340.

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments