Wednesday, June 7, 2023
HomeখেলাধুলাLionel Messi: ২০২২ এ আকাশ ছোঁয়া আয়ের পাহাড় গড়লেন মেসি

Lionel Messi: ২০২২ এ আকাশ ছোঁয়া আয়ের পাহাড় গড়লেন মেসি

শান্তি রায় চৌধুরী : ২০২২ সালটা স্বপ্নের মতো কাটালেন লিওনেল মেসি (Lionel Messi) । এ বছরই ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। এই সাফল্যের মাঝে ২০২০এ পেলেন আরো একটি সাফল্য। গত বছরের সর্বোচ্চ আয়ের দিক দিয়েও শীর্ষে উঠে এসেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই তারকা। যেখানে তিনি পিছনে ফেলে দিয়েছেন আমেরিকার বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

আমেরিকার ব্যবসা সাময়ীকি ফোর্বস ২০২২ সেরা সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।

যেখানে তিন বছর পর আবারও তালিকার শীর্ষে উঠে এসেছেন পিএসজির বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি (Lionel Messi) । রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার গত বছর আয় করেছেন ১৩ কোটি ডলার।

দুইয়ে লস অ্যাঞ্জেলেস লেকার্সে খেলা বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। তাঁর আয় গত বছর ছিল ১২ কোটি ১২ লাখ ডলার।
আর তিনে থাকা রোনাল্ডো আয় করেছেন ১১ কোটি ৫০ লাখ ডলার।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments