Tuesday, December 12, 2023
Homeভ্রমণসিকিমে যাচ্ছেন? এই পাঁচটি জায়গা অবশ্যই দেখে আসুন

সিকিমে যাচ্ছেন? এই পাঁচটি জায়গা অবশ্যই দেখে আসুন

Top 5 spot on Sikkim: সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য। সিকিমের রাজধানী শহর গ্যাংটক। আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ এটি। প্রতিদিন হাজারো বাংলাদেশি ভিড় জমাচ্ছে সিকিমে। কারণ সহজেই মন জয় করে নেয় সিকিমের অপরূপ সৌন্দর্য।

যদি সিকিম যাওয়ার চিন্তা আপনার মাথায়ও থাকে তবে জেনে নিন সিকিমের পাঁচটি দর্শনীয় স্থানের কথা। সিকিম গেলে এই স্থানগুলো অবশ্যই ঘুরে দেখবেন। চলুন তবে জেনে নেয়া যাক।

তিব্বতি সংস্কৃতি:

উত্তর-পূর্ব ভারতের একটি জনপ্রিয় স্থান হল সিকিম। পূর্ব হিমালয়ের মাঝে অবস্থিত এই হিল স্টেশন। আপনি এখান থেকে বিশাল কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তিব্বতি সংস্কৃতির এক দারুণ জায়গা সিকিম। বিকেলে কোনো ক্যাফেতে বসে কাটাতে পারেন, গরম গরম মোমো ও থুকপা খেতে খেতে।

তিব্বতি মনাস্ট্রি:

তিব্বতি সংস্কৃতি বা তাদের জীবনশৈলী জানার জন্য মনাস্ট্রি যাবেন। এখানে তিনটি গুরুত্বপূর্ণ মনাস্ট্রি রয়েছে। এগুলো হল- রুমটেক, সুক লা খাং ও পেমাযাংসে। যেখানে বৌদ্ধ শিল্পকলা দেখতে পাবেন। নামগ্যাল ইনস্টিটিউট অব তিবেতলোজিতে গেলে আপনি এখানকার স্থানীয় সংস্কৃতির বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।

সমগো বা চাঙ্কু লেক:

অনেক উচ্চতায় (নাথুলা পাসের ভীষণ কাছে) চাঙ্কু লেক। এর মনোরম দৃশ্য, পরিষ্কার নীল পানি, বরফে ঢাকা পাহাড় এবং কনকনে ঠান্ডা বাতাস। ইয়াকের পিঠে বসে ঘুরতে পারেন। এই লেক গ্যাংটক থেকে ৪০ কিলোমিটার দূরে।

নাথুলা পাস: Top 5 spot on sikkim

চাঙ্কু লেক যখন যাবেনই, তখন আর একটু গিয়ে নাথুলা পাস নিশ্চয়ই দেখে আসবেন। এর উচ্চতা ১৪,১৫০ ফুট। যা প্রাচীন সিল্ক রুটের অংশ ছিল। এর একদম কাছেই হলো ভারত-চীন সীমানা।

বসন্তের ইয়ুম্থাং ফুলের উপত্যকা:

স্থানীয়রা এই জায়গাকে ফুলের উপত্যকা বলে। যেখানে গেলে আপনি এখানকার জাতীয় ফুল- রডদেন্দ্রন ফুল ফুটতে দেখবেন। এখানেই রয়েছে শিন্গ্বা রডদেন্দ্রন স্যান্গ্চুরি। যেখানে আপনি ৪০ রকমের ফুলের প্রজাতি পাবেন।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

Shanti Roy Chowdhury
Author: Shanti Roy Chowdhury

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments