Boris Becker: জেল মুক্তির এক মাসের মধ্যেই আবার টেনিসে ফিরছেন বরিস বেকার। অস্ট্রেলিয়ান ওপেনে তাঁকে বিশেষ ভূমিকায় দেখা যাবে। ছ’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আবার টেনিসের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি।
গত মাসেই ইংল্যান্ডের জেল থেকে ছাড়া পেয়েছেন বরিস বেকার(Boris Becker)। তার এক মাসের মধ্যে নতুন বছরে আবার টেনিসে ফিরছেন ছ’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে তাকে বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে ।
বেকারের সঙ্গে চুক্তি হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন সম্প্রচারকারী একটি টেলিভিশন চ্যানেলের। প্রতিযোগিতায় তাঁকে বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে। রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচদের পারফরম্যান্সের বিশ্লেষণ করবেন জার্মানির প্রাক্তন তারকা। আবার টেনিসে ফিরতে ফিরে দারুন খুশি বেকার।
তাঁর মতো বিশেষজ্ঞকে পেয়ে উচ্ছ্বসিত সম্প্রচারকারী চ্যানেলটিও। চ্যানেলটির এক কর্তা বলেছেন, ‘‘আমি উচ্ছ্বসিত। অস্ট্রেলিয়ান ওপেনে বেকার আবার আমাদের হয়ে কাজ করবেন।’’ বিশেষজ্ঞের কাজ করতে ৫৫ বছরের প্রাক্তন টেনিস তারকার কোনও আইনি সমস্যা নেই। তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘‘আদালতের দেওয়া সাজা খেটেছেন বেকার। জার্মানিতে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ নেই।’’
আরও পড়ুন –
- ৩০ বছর পর প্রিয় কুম্ভরাশিতে প্রবেশ শনির, আপনার সময় কেমন যাবে
- এই বিশেষ রেখাটি হাতে থাকলে নিয়ে আসে প্রচুর সম্পদ
- তুলসী পাতার এই টোটকা মুক্তি দেবে অনেক সমস্যা থেকে
- রোজ ডিম খাচ্ছেন ? অজান্তেই ডেকে আনছেন শরীরে বিভিন্ন রোগ
- ভগবান শ্রী বিষ্ণু এক নারীর সতীত্ব নষ্ট করেছিলেন কেন জানেন ?
- প্রতি দেশেই পেলে নামে স্টেডিয়াম চান ফিফা সভাপতি