শনি হলো কর্মফল দাতা। মনুষ্য জীবনের সকল ভালো খারাপ কর্মের ফল ইনি দিয়ে থাকেন। ভালো কাজের জন্য শনির শুভ প্রভাব প্রাপ্ত হয় তেমনই ক্ষয় হয়েও যায় শনির রোশের কারণে। এক একটি রাশিতে শনির অধিষ্ঠান সবচেয়ে বেশী দিন স্থায়ী হয়, এই শনি দেব খুবই শ্লোথ। নবগ্রহের মধ্যে শনিকে সবচেয়ে বেশি ভয় পায় সবাই। শনির দৃষ্টি কে খুব ভয়ানক হিসাবে বিচার করা হয়ে থাকে। শনিকে ন্যায় ও দন্ড মুন্ডের কর্তাও বলা হয়ে থাকে ।
শনি বক্রি হচ্ছে 23 শে মেয়ে 3 টে 35 থেকে শনির বক্রী চলা শুরু হচ্ছে। 141 দিন পর শনি আবার সোজা চলা শুরু হবে 11ই অক্টোবর সোমবার রাত 3টে 43 মিনিট থেকে।
শনির এই বক্রী চলার জন্য বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনেও আসবে নানান রকম পরিবর্তন। সেগুলো ঠিক কি ও কেমন হতে চলেছে সেটাই জেনে নেওয়া যাক।
মেষ রাশি :
কোনো রকম অসৎ বা অনৈতিক ভাবে অর্থ উপায়ের চেষ্টা করবেন না। নিজের মাতৃ ভাষার প্রতি যত্নবান হন, পারলে সবার সাথে ওই ভাষায় কথা বলুন।
বৃষ রাশি :
বাস্তবের মাটিতে পা রেখে চলুন ও কাল্পনিক জগতে বিচরণ করা বন্ধ রাখুন। সন্মান করুন সবাইকে, অপমান ভুলেও করবেন না। কাজ করুন ধীরে সুস্থে, তাড়াহুড়ো নিষ্প্রয়োজন।
চাল না ভিজিয়ে ভাত রান্না করেন, ডেকে আনছেন বড় বিপদ
মিথুন রাশি :
অযথা রাগের বশীভূত হয়ে নিজের জীবনে সম্যসা বা জটিলতা সৃস্টি করবেন না। মাথা ঠান্ডা রেখে চলুন। ভাই বোনেদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখুন।
কর্কট রাশি :
ভেবে চিন্তে পরিকল্পিত ভাবে কাজে নামুন। সাবধানতা নিন যাতে ঠকে যেতে না হয়। কথার খিলাপ না করে কথা রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি :
লগ্নি করতেই পারেন তবে প্ল্যান করে, বিনা পরিকল্পনায় আর্থিক বিনিয়োগ করবেন না। পরিকল্পনা করে কাজের মাধ্যমে সাফল্য।
কন্যা রাশি :
ইগো থেকে দূরে থাকুন। সর্বদা পজেটিভ ভাবেন ও সেই মতোই এগিয়ে যান। আতঙ্কিত্ব হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ কিছু সমস্যায় পড়তে পারেন।
তুলা রাশি :
আপনার পরিশ্রম আপনার অধ্যাবসায় আপনাকে উন্নত ও সাফলো এনে দেবে আর্থিক ভাবে। খরচা একটু বেশী হবে যেটা আপনার চিন্তা বাড়িয়ে দেবে।
সঙ্গীকে কাছে টানুন মোহময়ী শারীরিক আবেদনে
বৃশ্চিক রাশি :
বিচক্ষণতার সাথে চিন্তা করে জীবনের যে কোনো সিদ্ধান্তে উপনীত হন। তাড়াহুড়োর এড়িয়ে চলুন।
ধনু রাশি :
জ্ঞান অর্জনের জন্য মোক্ষম সময়, কাজে লাগান, জ্ঞান বৃদ্ধি করুন। কোনো লগ্নি বা বিনিয়োগ করলে মুনাফা হবে।
মকর রাশি :
চিন্তা আপনার উগবেগ বাড়াবে। ধৈয ধরে চলুন, সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। অন্যের উপদেশ গ্রহণ করুন এই সময়টা।
কুম্ভ রাশি :
ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে, টাকা জমানোর চেষ্টা করুন। লোন এড়িয়ে চলুন। ধার্মিক দিকে আগ্রহ বাড়ার প্রবণতা বাড়তে পারে।
মীন রাশি :
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মনোযোগী হন, নিজের পরিজিনের খবর ও খেয়াল রাখুন। আর্থিক দিকে নজর দিন, সতর্ক থাকুন।