Tuesday, December 12, 2023
Homeপেশাএবার ফেসবুক দেবে মাসে ৩ লক্ষ ৭০ হাজার টাকা

এবার ফেসবুক দেবে মাসে ৩ লক্ষ ৭০ হাজার টাকা

Facebook Reels Update: ফেসবুকের ছোট ভিডিয়োর প্লাটফর্ম ‘রিলস’-এর ক্রিয়েটারদের জন্য বড় সুখবর দিল মেটা। Tiktok-এর প্রতিযোগী (Competitor) Reels প্লাটফর্মে আসল বিষয়বস্তুর ওপর ভিডিয়ো বানালে প্রতি মাসে ক্রিয়েটাররা পেতে পারেন $4,000 (প্রায় 3.07 লক্ষ টাকা)। Meta ফেসবুক ক্রিয়েটরস ইনসেনটিভ “চ্যালেঞ্জ” (Facebook Creator Incentive Challenge) ঘোষণা করেছে। মূলত, রিলস ক্রিয়েটরদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

কেন এই সিদ্ধান্ত ? 
রিলস ক্রিয়েটরদের টাকা দেওয়ার বিষয়ে হিসেবনিকেশ করছে মেটা। সব ধরনের ছোট ভিডিয়ো নির্মাতাদের সম্মান জানাতেই এই বোনাস বা টাকার কথা দেওয়া হবে মেটা জানিয়েছে।

কত ভিডিয়ো তৈরি করলে কত টাকা পাবেন ?
রিলস ভিডিও ক্রিয়েটরদের বড় অঙ্কের টাকার ঘোষণা করেছে মেটা তাদের ফেসবুক চ্যালেঞ্জের মাধ্যমে।  সেখানে উল্লেখ করা হয়েছে একাধিক বোনাসের মাধ্যমে ভাল ভিডিয়ো ক্রিয়েটরদের সহযোগিতা করবে মেটা। এক্ষেত্রে মেটা জানিয়েছে ” প্রতিটি ক্রিয়েটর প্রতি মাসে এই চ্যালেঞ্জ এ অংশগ্রহণ করতে পারবে৷ ক্রিয়েটরদের 5টি রিল 100টি প্লেতে পৌঁছলে ক্রিয়েটররা $20 উপার্জন করবে। এই টাকার অঙ্ক নিশ্চিত করেছে নিজেই নিশ্চিত করেছে মেটা।

ফেসবুক থেকে টাকা ইনকাম খবর দবর - earn from facebook

Recent Facebook Reels Update রিলস ক্রিয়েটররা একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারলে পরবর্তী চ্যালেঞ্জটি তাদের কাছে খুলে দেওয়া হবে। যেমন- একজন ক্রিয়েটর যখন 5টি রিল চ্যালেঞ্জ সম্পূর্ণ করবেন, তখন তিনি পরবর্তী চ্যালেঞ্জ এ অংশ নিতে পারবেন আবার যখন ক্রিয়েটরদের 20টি রিলের প্রতিটি 500টি প্লেতে পৌঁছবে তখন একাউন্টে 100 ডলার জমা হবে।

বর্তমানে ইউটিউব শর্ট ভিডিও মানিটাইজেশনের ফলে প্রচুর টাকা উপার্জন করছে কনটেন্ট ক্রিয়েটররা। কিন্তু ছোট ভিডিয়ো তৈরি করে টাকা উপার্জন করার সবথেকে বড় ডিজিটাল প্লাটফর্ম Tiktok। মাঝে এই প্লাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমস্যা হয় টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের।

আরও পড়ুন – ফটোগ্রাফি থেকে আপনি ৯ টি উপায়ে টাকা ইনকাম করতে পারেন 

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments