Saturday, February 4, 2023
Homeবিনোদনফিল্ম গসিপএনার ছবি থেকে সরে দাঁড়ালেন যশ, তুলোধোনা করল রানা

এনার ছবি থেকে সরে দাঁড়ালেন যশ, তুলোধোনা করল রানা

শনিবারও নিজের নতুন ছবি ‘চিনেবাদাম’-এর প্রচারে ব্যস্ত ছিলেন যশ দাশগুপ্ত। আচমকাই সেই ছবি থেকেই সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন তিনি। আর এই খবর জানার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ কী হল যে এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

জানা যায়, ‘চিনেবাদাম’ ছবির মুখ্য চরিত্রে কাজ করেছেন যশ। তাঁর বিপরীতে এনা সাহা। ছবিটি মুক্তি পেতে চলেছে ১০ জুন। আর ঠিক তার আগেই ঘটে গেল ছন্দপতন।

যশ টুইটারে লিখেছেন, ‘জারেক এন্টারটেনমেন্ট আর পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে ক্রিয়েটিভ মতবিরোধের কারণে আমি চিনেবাদাম প্রোজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনওভাবেই এই ছবির সঙ্গে যুক্ত নই। যদিও আমি নিজের সেরাটা দিয়েছি ছবির শ্যুট ও পোস্ট প্রোডাকশনের কাজে। চাই না সেটা বৃথা যাক। নির্মাতাদের অনেক শুভেচ্ছা জানাই।’ যদি পরিস্থিতি তেমন হয়, কারণ প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন।

জারেক এন্টারটেনমেন্টের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি এনা সাহা। তবে এনার মা বনানী জানিয়েছেন, ‘আমি তো কিছুই জানি না। শুক্রবারও আমার সঙ্গে প্রচারে অংশ নিয়েছে। কিন্ত এরমধ্যে কী হল কিছুই বুঝতে পারছি না।’

diginext
Author: diginext

LEAVE A REPLYPlease enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments