Monday, May 29, 2023
Homeবিনোদনফিল্মমুক্তি পেল পরিচালক রাজদীপ রায়ের বাংলা শর্ট ফিল্ম "পুতুল কাকু" র ট্রেলার

মুক্তি পেল পরিচালক রাজদীপ রায়ের বাংলা শর্ট ফিল্ম “পুতুল কাকু” র ট্রেলার

Bangla Shortfilm : গ্রাম বাংলার নস্টালজিক অনুভুতি নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি পুতুল কাকু খুব শীঘ্রই মুক্তি পাবে ইউটিউব -এ। এই ছবির ট্রেলার রিলিজ হল আজ। এই ছবি মুক্তি পাবে ছায়াছবি ইউটিউব চ্যানেল থেকে।

পুতুল কাকু বাংলা শর্ট ফিল্ম টি পরিচালনা করেছেন রাজদীপ রায়। এই ফিল্মের প্রযোজনা করেছেন কাটাকুটি ফিল্মস এর প্রদীপ গোস্বামী। এছারাও সহ প্রযোজনায় আছেন নির্মল মহান্তি ও অর্পণ গাঙ্গুলি। সিনেমাটোগ্রাফি করেছেন অনন্ত চক্রবর্তী, সম্পাদনায় অনল এ মোদক, এই ছবির পোস্ট প্রোডাকসন হয়েছে অগ্নিকা মিডিয়া ওয়ার্কস স্টুডিয়ো থেকে।

পুতুল কাকু শর্ট ফিল্মের (Bangla Shortfilm) প্রেক্ষাপট শুরু হচ্ছে গ্রামে এক পুতুল বিক্রেতাকে কেন্দ্র করে। সেই বিক্রেতা গ্রামের এক মেয়ে পরনার সাথে পরিচয় হয় ও তিনি হয়ে ওঠে পরনার পুতুল কাকু। তারপর তাদের সম্পর্ক নিয়ে এই ফিল্মের গল্প এগিয়ে যায়।

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন – দেবাশিস গাঙ্গুলি, পরনা গোস্বামী, রাজদীপ রায়, অনন্ত চক্রবর্তী ও মেঘা।

খুব শীঘ্রই পুরো সিনেমাটি মুক্তি পাবে ছায়াছবি ইউটিউব চ্যানেলে। ট্রেলারটি দেখার পর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পুরো সিনেমা দেখার জন্য।

নীচে দেওয়া হল পুতুল কাকু ফিল্মের ট্রেলার।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments