বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের উদ্যোগে গ্যালারি গোল্ডে শুরু হল ফটোগ্রাফি প্রদর্শনী

Bengal Photography Exibition: বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের উদ্যোগে গ্যালারি গোল্ডে শুরু হল ফটোগ্রাফি প্রদর্শনী ।এই প্রদর্শনী চলবে ২৩ শে আগস্ট থেকে ২৫ শে আগস্ট পর্যন্ত।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ফটোগ্রাফার মধু সরকার,এমএলএ দেবাশীষ কুমার এবং ফ্যাশন ফটোগ্রাফার সোমনাথ রায় সহ অন্যান্য রা।

বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল ২০১৯ সালে।সেই দিনটি ছিল ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে।যে সমস্ত সদস্যরা এই ফোরামের সঙ্গে যুক্ত হয়েছেন,তারা সকলেই ছিলেন পেশায় ওয়েডিং ফটোগ্রাফার।কিন্তু ওয়েডিং ফটোগ্রাফারদের মধ্যেও যে ক্রিয়েটিভিটি লুকিয়ে রয়েছে,যা অনেক সময় পেশাগত কারণে সকলের সামনে তুলে ধরা সম্ভব হয় না,এবার এই ফোরামের মাধ্যমে মনের লুকিয়ে রাখা পরিকল্পনা গুলিকে প্রকাশ্যে আনার সুযোগ এলো এই প্রদর্শনীর মাধ্যমে।

বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের উদ্যোগে গ্যালারি গোল্ডে শুরু হল ফটোগ্রাফি প্রদর্শনী
বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের উদ্যোগে গ্যালারি গোল্ডে শুরু হল ফটোগ্রাফি প্রদর্শনী

বিগত কয়েক বছর ধরে চলা এই প্রদর্শনীতে প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকা ক্রিয়েটিভিটি গুলি প্রকাশ্যে এসেছে ছবির মাধ্যমে।যদিও কোভিডের কারণে বিগত বছরে ছোট করে আয়োজন করা হয়েছিল প্রদর্শনী।কিন্তু এবার অনেকটা বড় করেই আয়োজন করা হয়েছে।প্রদর্শনীতে ছিল ৫০জন শিল্পীর তোলা ১২/১৮ সাইজের প্রায় দেড়শত ছবি প্রদর্শনী হচ্ছে।গত বছর ৮/১২ সাইজের শতাধিক ছবি স্থান পেয়েছিল এই প্রদর্শনীতে।তাই বিগত বছরের তুলনায় এই বছরের প্রদর্শনী যে এক অন্য মাত্রা সৃষ্টি করেছে, তা বলাই যায়।পাশাপাশি প্রতিযোগিতা মূলক ছবির বিজয়ীদের হাতে পুরস্কার ও তুলে দেওয়া হবে উক্ত অনুষ্ঠানে।

Reportar
রাজকুমার দাস

আরও পড়ুন – ফটোগ্রাফি থেকে উপার্জনের নয়টি উপায়