Tuesday, December 12, 2023
Homeবিনোদনউৎসব মরশুমের প্রাক মুহুর্তে 'রাগা মিউজিক' থেকে মুক্তি পেল গায়ক অমিতবন্ধু ঘোষ-এর...

উৎসব মরশুমের প্রাক মুহুর্তে ‘রাগা মিউজিক’ থেকে মুক্তি পেল গায়ক অমিতবন্ধু ঘোষ-এর দুটো গানের সঙ্কলন ‘মা এলো ঘরে’

Maa Elo Ghore – ‘কোলকাতা প্রেস ক্লাব’-এ সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, রাগা মিউজিক-এর কর্ণধার প্রেমকুমার গুপ্তা ও গায়ক অমিতবন্ধু ঘোষ-এর উপস্থিতিতে এক নাতিদীর্ঘ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুজোর গান রূপে উন্মোচিত হল ‘মা এলো ঘরে’ নামাঙ্কিত এক কমপ্যাক্ট ডিস্ক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাপস রায় বহুল প্রচলিত এক উদ্ধৃতি স্মরণ করে যেমন বলেছেন, “যিনি ফুল, শিশু ও গান ভালোবাসেন না তিনি আর যাইহোক মানুষ নন।”
তেমন ভাবে সৌগত রায় বলেছেন, “উৎসবের মরশুমে এই ধরণের আগমনী মূলক গান পশ্চিমবঙ্গের জনগণকে নিঃসন্দেহে আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।”

Maa Elo Ghore Music Release Kolkata Press Club

Raga Music Maa Elo Ghore- রাগা মিউজিক-এর তরফ থেকে জানানো হয়েছে, “মা এলেন ঘরে নামাঙ্কিত মিউজিক ভিডিও-তে রয়েছে ‘মা এলো ঘরে’ এবং ‘বাংলা আমার ছেলেবেলা’ শীর্ষক দু দুটো গান।”
অপর পক্ষে গায়ক অমিতবন্ধু ঘোষ বলেছেন, “গান দুটো সঙ্গীত প্রেমীদের আনন্দ দিতে পারলেই আমার শ্রম স্বার্থক হবে।”

রিপোর্টার
রাজকুমার দাস

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments