Tuesday, December 12, 2023
Homeজ্যোতিষবাস্তু শাস্ত্রদুর্গা পূজার সময় করুন বাস্তুর এই উপায়গুলি, সৌভাগ্য আসবেই

দুর্গা পূজার সময় করুন বাস্তুর এই উপায়গুলি, সৌভাগ্য আসবেই

Durga Puja 2022: দুর্গা পূজার দিনগুলিতে কিছু কিছু পূজা বিধি মেনে বাস্তুতে পূজা করলে সংসারে সুখ ও শান্তি আসে ও আর্থিক উন্নতি আসে। দুর্গা পূজার সময় সাধারন বাস্তু টিপস গুলো মানলে জীবন থেকে নেতিবাচক শক্তি ও বাধা বিপত্তি দূর হতে পারে। নবরাত্রির প্রথম দিন থেকে নবমী পর্যন্ত যে বাস্তু উপায় সকল করা হয় তাতে গৃহে সুখ ও সমৃদ্ধি সারাবছর বজায় থাকে। নিম্নলিখিত উপায়গুলি প্রথমা থেকে নবমী পর্যন্ত করা জেতে পারে –

Vastu Tips during Durga Puja & Navratri

১। ঘরের দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন

দুর্গা পূজার এই ন দিন আপনার প্রধান দরজার উপরে স্বস্তিক চিহ্ন আঁকুন। এটা আপনার ঘরে শুভ শক্তি আগমন ঘটাবে ও অশুভ শক্তিকে দূর করবে। জীবনে আসা বিভিন্ন বাধা দূর হবে। গৃহে সুখ স্বাছন্দ বজায় থাকে।

২। ঘর পরিষ্কার করা

পুজার এইকটা দিন মা দুর্গা এই মর্তলোকে বিরাজ করে তাই এই সময় আমাদের ঘরবাড়ি ও তার চারপাশ পরিষ্কার রাখা একান্ত বাঞ্ছনীয় । সুতরাং নবরাত্রির সময় রোজ বাড়ি ও বাড়ির চত্বর পরিষ্কার করুন।

নবরাত্রির পৌরাণিক কাহিনী ও বিভিন্ন রাজ্যর উৎসব

৩। তুলসী গাছ লাগান

দুর্গা পুজার সময় অর্থাৎ এই নবরাত্রির এই ন দিনের মধ্যে বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ মনে করা হয়। বাস্তু শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে বা ইশান কোনে তুলসী গাছ বাড়ির পরিবেশকে রোগ জীবাণু মুক্ত রাখে ও বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটায়।

৪। আম ও অশোক পাতা দিয়ে তৈরি মালা লাগান

আমপাতা ও অশোক পাতা দিয়ে মালা তৈরি করে ঘরের মেইন দরজার উপরে লাগিয়ে দিন এই ন দিন। এই মালা খুবই শুভ এই মালা ঘরে অশুভ শক্তি ধুকতে দেয়না ও বাড়িতে শুভ শক্তির আগমন ঘটায়।

শঙ্খ বাজানোর বহু উপকারিতা, জানলে আপনিও অবাক হবেন

৫। দুর্গা পূজায় অখণ্ড প্রদীপ জ্বালানো

নবরাত্রির সময় অখণ্ড প্রদীপ জালানো খুবই শুভ মনে করা হয়। এই অখণ্ড প্রদীপ সৌভাগ্যের প্রতীক। মনে করা হয় দুর্গা পূজার সময় অখণ্ড প্রদীপ জ্বালালে সৌভাগ্য চিরস্থায়ী হয়। তবে মনে রাখবেন এই প্রদীপ কখনই নীচে রাখবেন না, অখণ্ড প্রদীপ সব সময় কাঠের উপরে রাখবেন।

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত বা নতুন নম্বর আপডেট কীভাবে করবেন ?

follow khobor dobor on google newsগুগুল নিউসে আমাদের ফলো করুন 

আরও পড়ুন – বাত নিরাময় ও ব্যাথা থেকে মুক্তির উপায়

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments