Ranjit Mallick: নায়ক থেকে বাবা চরিত্রে, কিংবা নানা রূপে দুই বাংলার দর্শকের কাছে সমান জনপ্রিয় টলিউড তারকা রঞ্জিত মল্লিক। এবার ওটিটি জগতে পা রাখতে চলেছেন তিনি। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে তার।
বড় পর্দার পাশাপাশি ওটিটি জগতে প্রবেশ করেছেন বিশ্বের খ্যাতিমান তারকাদের অনেকেই। টলিপাড়ার অনেকেই ওয়েব সিরিজে অভিনয় করছেন। সেই প্রতিযোগিতা থেকে বাদ গেলেন না বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকও।
টলিপাড়ার গুঞ্জন, এই প্রথম ওয়েব সিরিজে Web Series অভিনয় করতে চলেছেন রঞ্জিত। সিরিজটি পরিচালনা করবেন হরনাথ চক্রবর্তী। সিরিজের নাম ‘ঘোষ বাবুর রিট্যায়ারমেন্ট প্ল্যান।’ সুরিন্দার ফিল্মস প্রযোজিত এই সিরিজের শ্যুটিংও নাকি শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই সিরিজটি তৈরি করছেন পরিচালক।
নবাব’, ‘মহান’, ‘মঙ্গলদীপ’-সহ একাধিক হিট ছবিতে হরনাথ আর রঞ্জিতের জুটি দেখেছেন দর্শক। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে টলিপাড়ার পুরনো জুটির এক নতুন যাত্রা শুরু হলো।
রঞ্জিত মল্লিককে Ranjit Mallick শেষবার পর্দায় দর্শক দেখেছিলেন ‘লাভ ম্যারেজ’ ছবিতে। যে সিনেমায় অপরাজিতা আঢ্যর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। এদিকে ১২ জানুয়ারি থেকে নাকি নতুন সিরিজের শ্যুটিং শুরুও করে দিয়েছেন হরনাথ। আপাতত সেট পড়েছে কলকাতায়।
এদিকে, খবর পাওয়া গেছে, রঞ্জিতের বিপরীতে অভিনয় করার কথা ছিল অঞ্জনা বসুর। কিন্তু অভিনেত্রী অসুস্থ থাকায় এখন নাকি খোঁজা হচ্ছে নতুন মুখ। রঞ্জিত মল্লিকের একটা নিজস্ব অনুরাগী বৃত্ত রয়েছে। নতুন ইনিংসে এবারে তিনি কী চমক হাজির করেন তা জানার অপেক্ষায় দর্শক মহল।
আরও পড়ুন –
- ভাতের তৈরি ঘরোয়া ফেস প্যাক দিয়ে পেয়ে যান সুন্দর ও টানটান স্কিন
- খাটি হাতে থাকলে নিয়ে আসে প্রচুর সম্পদ
- আবার নতুন প্রেমে মজেছেন নেইমার
- ঝকঝকে ও সুস্থ্য সুন্দর দাঁতের জন্য ঘরোয়া টিপস
- কেমন হলো বহু প্রতিক্ষিত ‘দ্য ফ্যামিলি ম্যান 2’ – রিভিউ
- অন্য স্বাদের সানফ্লাওয়ার – ওয়েব সিরিজ রিভিউ
- সোমবারে এইভাবে শিব পূজা করলেই সমস্ত ইচ্ছা পূর্ণ হবে