Wednesday, November 29, 2023
Homeবিনোদনওয়েব সিরিজRanjit Mallick: ওয়েব সিরিজে রঞ্জিত মল্লিকের অভিষেক

Ranjit Mallick: ওয়েব সিরিজে রঞ্জিত মল্লিকের অভিষেক

Ranjit Mallick: নায়ক থেকে বাবা চরিত্রে, কিংবা নানা রূপে দুই বাংলার দর্শকের কাছে সমান জনপ্রিয় টলিউড তারকা রঞ্জিত মল্লিক। এবার ওটিটি জগতে পা রাখতে চলেছেন তিনি। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে তার।

বড় পর্দার পাশাপাশি ওটিটি জগতে প্রবেশ করেছেন বিশ্বের খ্যাতিমান তারকাদের অনেকেই। টলিপাড়ার অনেকেই ওয়েব সিরিজে অভিনয় করছেন। সেই প্রতিযোগিতা থেকে বাদ গেলেন না বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকও।

টলিপাড়ার গুঞ্জন, এই প্রথম ওয়েব সিরিজে Web Series অভিনয় করতে চলেছেন রঞ্জিত। সিরিজটি পরিচালনা করবেন হরনাথ চক্রবর্তী। সিরিজের নাম ‘ঘোষ বাবুর রিট্যায়ারমেন্ট প্ল্যান।’ সুরিন্দার ফিল্মস প্রযোজিত এই সিরিজের শ্যুটিংও নাকি শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই সিরিজটি তৈরি করছেন পরিচালক।

নবাব’, ‘মহান’, ‘মঙ্গলদীপ’-সহ একাধিক হিট ছবিতে হরনাথ আর রঞ্জিতের জুটি দেখেছেন দর্শক। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে টলিপাড়ার পুরনো জুটির এক নতুন যাত্রা শুরু হলো।

রঞ্জিত মল্লিককে Ranjit Mallick শেষবার পর্দায় দর্শক দেখেছিলেন ‘লাভ ম্যারেজ’ ছবিতে। যে সিনেমায় অপরাজিতা আঢ্যর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। এদিকে ১২ জানুয়ারি থেকে নাকি নতুন সিরিজের শ্যুটিং শুরুও করে দিয়েছেন হরনাথ। আপাতত সেট পড়েছে কলকাতায়।

এদিকে, খবর পাওয়া গেছে, রঞ্জিতের বিপরীতে অভিনয় করার কথা ছিল অঞ্জনা বসুর। কিন্তু অভিনেত্রী অসুস্থ থাকায় এখন নাকি খোঁজা হচ্ছে নতুন মুখ। রঞ্জিত মল্লিকের একটা নিজস্ব অনুরাগী বৃত্ত রয়েছে। নতুন ইনিংসে এবারে তিনি কী চমক হাজির করেন তা জানার অপেক্ষায় দর্শক মহল।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments