২০২৩ দুর্গা পূজার নির্ঘণ্ট, অঞ্জলি ও সন্ধিপূজা

Durga puja 2023 detail timing of puja

Durga Puja 2023: রাজ্যজুড়ে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মা দুর্গা আসতে আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই শুরু হয়েছে থিম পুজোরও প্রস্তুতি। তবে ষষ্ঠী থেকে নবমীর পুজোর নির্ঘণ্ট কবে সেটা জানতে অনেকেই আগ্রহী, আসুন তাহলে জেনে নেওয়া যাক এ বছরে পুজোর সময়সূচী –

২০২৩ সালে মহালয়া পড়েছে ২৬ শ্রাবণ অর্থাৎ ১৪ অক্টোবর। এ বছরের পুজো বেশ খানিকটা দেরিতে। পুজো শুরু হতে হতে অক্টোবরের শেষে। এবার আসুন জেনেনি এ বছর ষষ্ঠী থেকে দশমী কবে পড়েছে।

Durga Puja 2023 নির্ঘণ্ট

  • মহাষষ্ঠী-২ কার্ত্তিক অর্থাৎ ২০ অক্টোবর, শুক্রবার
  • মহাসপ্তমী-৩ কার্ত্তিক অর্থাৎ ২১ অক্টোবর, শনিবার
  • মহাষ্টমী-৪ কার্ত্তিক অর্থাৎ ২২ অক্টোবর, রবিবার
  • মহানবমী-৫ কার্ত্তিক অর্থাৎ ২৩ অক্টোবর, সোমবার
  • বিজয়া দশমী-৬ কার্ত্তিক অর্থাৎ ২৪ অক্টোবর, মঙ্গলবার

সন্ধিপুজো
এ বছর সন্ধিপুজো শুরু হবে বিকেল ৪ টে বেজে ৫৪ মিনিট থেকে শুরু হবে। চলবে ভোররাত ৫ টা বেজে ৪২ মিনিট পর্যন্ত। বিকেল ৫ টা বেজে ১৮ মিনিটের মধ্যে সেরে ফেলতে হবে বলিদান পর্ব।

মহাষষ্ঠী
ষষ্ঠী তিথি শুরু -২০ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিটে
ষষ্ঠী তিথি শেষ – ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিটে

বিল্ব নিমন্ত্রণ – দুপুর ০২:৪৯ থেকে বিকেল ০৫:০৮
সময়কাল – ০২ ঘন্টা ১৯ মিনিট

মহাসপ্তমী
সপ্তমী তিথি শুরু – ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিটে
সপ্তমী তিথি শেষ – ২১ অক্টোবর রাত ০৯টা ৫৩ মিনিটে

এই তিথির মধ্যেই কলা বউ স্নান ও নবপত্রিকা পুজো সেরে ফেলতে হবে।

মহাঅষ্টমী
অষ্টমী তিথি শুরু – ২১ অক্টোবর রাত ০৯ টা ৫৩ মিনিটে
অষ্টমী তিথি শেষ – ২২ অক্টোবর সন্ধ্যা ০৭ টা ৫৮ মিনিটে

এই তিথির মধ্যেই কুমারি পুজো ও সন্ধি পুজো হবে।

সন্ধি পুজো শুরু- বিকেল ৪ টে বেজে ৫৪ মিনিট থেকে
সন্ধি পুজো শেষ-ভোররাত ৫ টা বেজে ৪২ মিনিট পর্যন্ত
পুজোর সময়কাল –১ ঘন্টা ১৩ মিনিট

মহানবমী
নবমী তিথি শুরু – ২২ অক্টোবর রাত ৭টা ৫৮ মিনিটে
নবমী তিথি শেষ – ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৪ মিনিটে

বিজয়দশমী
দশমী তিথি শুরু – ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৪ মিনিটে
দশমী তিথি শেষ – ২৪ অক্টোবর বিকেল ৩ ১৪ মিনিটে

 

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –