Monday, December 11, 2023
Homeবিনোদনফিল্মডানকি সিনেমা তৈরি করবে অন্য রেকর্ড । কেন জানুন

ডানকি সিনেমা তৈরি করবে অন্য রেকর্ড । কেন জানুন

Dunki Movie: বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগামী সিনেমা ডানকি। পাঠান ও জাওয়ান এই দুটি সিনেমা ব্লকবাসটার হিট হওয়ার পর ডাঙ্কি ফিল্ম নিয়ে সবার উন্মাদনা তুঙ্গে। এই ফিল্ম পরিচালনা করেছেন পরিচালক রাজকুমার হিরানি। যার এখন পর্যন্ত সব ফিল্ম সুপারহিট। সুতরাং বোঝা যাচ্ছে ডানকি সিনেমা নিয়ে সবার মধ্যে একটা প্রতীক্ষা তৈরি হয়েছে এটা দেখার।

ইলিগ্যাল মাইগ্রেশনের মত একটা টপিক নিয়ে পুরো বিশ্বেই খুব একটা সিনেমা হয়নি, ভারতে তো একেবারেই হয়নি৷ সম্পূর্ণ ইউনিক একটা স্টোরি নিয়ে আসছে রাজকুমার হিরানীর ইমোশনাল-কমেডি ফিল্ম ডানকি৷ শাহরুখের দারুণ অভিনয়ের পাশাপাশি অসাধারণ সব ভিজ্যুয়ালও থাকছে এই ফিল্মে।

পরিচালক বলেন তিনি ডাঙ্কি সিনেমার জন্য প্রত্যকটা সিনের জন্য দুদিন করে রেখেছিলেন, কিন্তু শাহরুখ খান এত বড় মাপের অভিনেতা যে প্রত্যক টা সিন তিনি পনেরো রকম ভাবে করে দেখিয়েছেন তাও আবার কয়েক ঘণ্টার মধ্যে।

ডানকি সম্পর্কে আরও একটি তথ্য আছে, যেটা শুনলে আপনি অবাক হবেন।

পরিচালক রাজকুমার হিরানীর সাথে ভাল সম্পর্ক হওয়াতে, পরিচালক ডাঙ্কি সিনেমার গল্পটা রনবীর কাপুরকে প্রথমে শোনান। এর গল্প রনবীরের এতটাই পছন্দ হয় যে, রনবীর বলেন এরকম গল্প থাকতে আপনি আমাকে সাঞ্জু (Sanju Movie) কেনো দিলেন? আমি এই গল্পের সিনেমায় কাজ করতে চাই।

হিরানী রনবীর কাপুরকে বলেন এই গল্পটা শাহরুখের জন্য তুলে রেখেছি আমি। তারপরও রনবীর কাপুর বলেন, যদি শাহরুখ স্যার এটা রিজেক্ট করেন। তাহলে যেনো তাকে সুযোগ দেওয়া হয়!

Dunki Movie Release Date : ডানকি আসছে ২২ ডিসেম্বর ২০২৩।

Dunki Film Cast : Taapsee Panu, Vicky Kaushal, Boman Irani, Sathish Shah, Dia Mirza

 

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments