অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে উপার্জন করবেন ?- How To Earn Money From Affiliate Marketing ?

affiliate marketing

অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে উপার্জন করবেন ? 

 

অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? ( What Is Affiliate Marketing ? )  

 

অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? – মনে করুন , আপনার একটি জুতোর দোকান আছে । এবার আপনি চান কিছু জনকে যে সেই জুতো কিনবে আবার আপনি চান দুই একজন কর্মচারী যারা আপনারই জুতো বিক্রয় করবেন এবং তাদেরকে সেলারি বা কিছু কমিশন দিবেন ।  ঠিক তেমনি বড় বড় কোম্পানির সাথে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করবেন আপনি এবং তাদের পণ্য আপনার মাধ্যমে সেল হলে কমিশন অনুযায়ী আপনি আপনার ব্যাংক একাউন্টে পেমেন্ট পাবেন । এই সম্পূর্ণ প্রক্রিয়াকে  অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয় ।

 

অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন  ? (How to start affiliate marketing? )

 

সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে চান ,  নাকি ডিজিটাল প্রোডাক্ট  ? এবার আসা যাক ফিজিক্যাল প্রোডাক্ট কি ? ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো হাতে ছোঁয়া যায় ,  সেটাকে ব্যবহার করা যায় । যেমন একটা জুতো ,জাম্‌ প্যান্ট ইত্যাদি। 

 

 ডিজিটাল জিনিসগুলো কি ? যেগুলো চোখে দেখা যায় না এবং সেগুলো সেল করতে পারলে ভালো রকম কমিশন উপার্জন করতে পারবেন । যেমন মনে করুন ,  কোন বড় ইনস্টিটিউটের একটা কোর্স অথবা কোন সফটওয়্যার বা কোন একটা ওয়েবসাইট ইত্যাদি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

 

 

এটি নির্বাচিত হয়ে যাওয়ার পর আপনাকে বুঝতে হবে মার্কেটিং কিভাবে করবেন আর এই ব্লগ ওয়েবসাইটে  আমরা পোস্ট করব কিভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট বিক্রি করবেন ? সেই জন্য আমাদের সাথে থাকবেন । আশা করি আপনাদের সাহায্য  করতে পারব । 

 

এরপর মার্কেটিং টি শিখে গেলে আপনাকে এফিলিয়েট মার্কেটিং প্লাটফর্ম এর কাছে যেতে হবে । উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম আমাদের ভারতবর্ষের মধ্যে Earnkaro , amazon affiliate, hostinger ইত্যাদি। ডিজিটাল প্রোডাক্ট সেল করতে এবং ভালো কমিশন উপার্জন করতে নিচের দেওয়া লিংকে গিয়ে কন্টাক করতে পারেন ।  তাহলে আমরা  শিখলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? বাদ আপনার মূল্যবান সময় দেবার জন্য । 

Follow Us on Google News

আরও পড়ুন –