হিন্দু ধর্মে যে কোনও পুজোয় শাঁখ বাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এছাড়া সব শুভ কাজেও শঙ্খ বাজানো হয়। প্রতিদিন তুলসীতলায় সন্ধে দিয়ে শাঁখ বাজানোর রীতি রয়েছে। শাঁখ বাজানোর নানা উপকারিতা রয়েছে। শাস্ত্র মতে শঙ্খ ফুঁ দিলে সুখ-সমৃদ্ধি সহ আরও অনেক উপকার পাওয়া যায়। অন্যদিকে বিজ্ঞানীদের মতে, শঙ্খ বাজিয়ে অনেক রোগ নিরাময় হয়। জেনে নেওয়া যাক শঙ্খ বাজানোর ধর্মীয় উপকারিতা ছাড়াও স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
শঙ্খ বাজানোর উপকারিতা –
ঘরে শঙ্খের জল ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তি থাকে।
শঙ্খের ধ্বনি চারপাশের পরিবেশকে পরিশুদ্ধ করে। বিশ্বাস করা হয় যে শঙ্খ পুজো করলে মনস্কামনা পূরণ হয়।
শঙ্খ বাজলে অশুভ আত্মারা কাছে আসে না। দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির কাছে শঙ্খ রাখলে ঘরে সুখ, সমৃদ্ধি ও বৈভব আসে।
বিজ্ঞানীদের মতে, শঙ্খের আওয়াজ পরিবেশের বিভিন্ন ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে। শঙ্খ ফুঁকলে গ্যাসের সমস্যা দূর হয়। এরফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের ব্যায়াম হয়। যাঁরা শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন তাঁরা প্রতিদিন শঙ্খ বাজালে এই সমস্যা দূর হয়। প্রতিদিন শঙ্খে ফুঁ দিলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয়। মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। শাঁখের মধ্যে সারা রাত একটু জল রেখে দিন। সকালে এই জল মুখে মেখে নিলে ত্বকে অ্যালার্জি সহ নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দুর্বল দিকে শঙ্খ রাখলে যশ, সম্পদ বৃদ্ধি ও উন্নতি হয়।
বলা হয় যে, বাড়ির উত্তর-পূর্ব দিকে শঙ্খ রাখলে শিক্ষায় সাফল্য পাওয়া যায়। শঙ্খে রাখা জল পান করলে হাড় মজবুত হয় এবং দাঁতও সুস্থ থাকে। শঙ্খ বাড়ির নোংরা স্থানে রাখা উচিত নয়। বসবার ঘরে শঙ্খ দক্ষিণ দিকে রাখুন। এতে সর্বত্র আপনার নাম ছড়াবে। পরিবারের সদস্যদের মধ্যে যদি প্রতিদিন ঝগড়ার সৃষ্টি হয়, তাহলে বসার ঘরে দক্ষিণ-পশ্চিম দিকে শঙ্খ রাখুন। এতে সম্পর্ক মধুর হবে।
শঙ্খ বাজলে মুখের মাংসপেশি প্রসারিত হয়। ফলে সূক্ষ্ম রেখা দূর হয়।
Create an account
Welcome! Register for an account
A password will be e-mailed to you.
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.