Pele cemetery: সর্বসাধারণের শেষশ্রদ্ধায় অন্তিমযাত্রা শেষে মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলেকে সমাহিত করা হয়েছে। এই সমাধিস্থলটি মূলত ১৪ তলা ভবন। সেখানে আছে ১৪ হাজার ভল্ট, একটি কৃত্রিম জলপ্রপাত ও একটি কার জাদুঘর। যেখানে জনসাধারণের প্রবেশাধিকার নেই।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু উল্লম্ব সমাধিস্থল। সেখানে ১৪ হাজার ভল্ট ছাড়াও ভবনের নিচতলার নিচে আছে পাথরের তৈরি ভল্টের মতো একাধিক স্থান, রয়েছে শেষকৃত্যানুষ্ঠান করার কক্ষ, একটি শবদাহের স্থান ও একটি সমাধিস্তম্ভ।
যেসব ব্যক্তির পরিবার তাদের স্বজনের মৃতদেহ আরও ব্যক্তিগত ও বিশেষভাবে সংরক্ষণ করে রাখতে চান, তাদের জন্যই এই সমাধিস্তম্ভ তৈরি করা হয়েছে। আর ১৪ তলা ভবনের এই সমাধিস্থলে রয়েছে একটি বাগান। এ ছাড়া ভবনের ছাদে আছে একটি ক্যাফে ও একটি কৃত্রিম জলপ্রপাত।
এছাড়া সমাধিস্থলে বিভিন্ন সময়ে অনেক মানুষের ব্যবহার করা ব্যক্তিগত গাড়ি দিয়ে তৈরি একটি জাদুঘরও আছে। ১৯৮৩ সালে সমাধিস্থলটি নির্মাণ করা হয়। এর স্থপতি পেপে আলস্টাট।
তাছাড়া বর্তমানে সমাধিস্থলটি (pele cemetery) পরিণত হয়েছে একটি পর্যটন আকর্ষণে।
সমুদ্রতীর ও পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় অনেক পর্যটকই দৃষ্টিনন্দন এই সমাধিস্থল দেখতে যান। সমাধিস্থলটির ওপর তলা থেকে ভিলা বেলমিরো সন্তোস স্টেডিয়ামও দেখা যায়। যেখানে ক্যারিয়ার শুরু করে পেলে ‘ফুটবল রাজা’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তাই পেলের ইচ্ছানুযায়ী এই সমাধিস্থলেই সমাহিত করা
হয়েছে ফুটবল সম্রাটকে।
আরও পড়ুন –
- শনি ও রাহুর একসাথে? রাজা না ভিখারী, আলোচনায় শ্রী বিভাস শাস্ত্রী
- এই বিশেষ রেখাটি হাতে থাকলে নিয়ে আসে প্রচুর সম্পদ
- তুলসী পাতার এই টোটকা মুক্তি দেবে অনেক সমস্যা থেকে
- রোজ ডিম খাচ্ছেন ? অজান্তেই ডেকে আনছেন শরীরে বিভিন্ন রোগ
- ভগবান শ্রী বিষ্ণু এক নারীর সতীত্ব নষ্ট করেছিলেন কেন জানেন ?
- প্রতি দেশেই পেলে নামে স্টেডিয়াম চান ফিফা সভাপতি