সৌদি ক্লাবে রোনালদো, মরুর বুকে ফুটবল ঝড়ের অপেক্ষা

Cristiano Ronaldo Football Player

Cristiano Ronaldo Football Player: ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসের-এ যোগ দেয়ায় ব্যাপক উচ্ছ্বসিত ক্লাবটির সমর্থকরা। শুধু ক্লাব সমর্থক নয় সৌদি ফুটবল ভক্তরাও এই চুক্তিকে মনে করছেন নতুন দিগন্তের সূচনা। তাদের বিশ্বাস ফুটবলে যে ২০৩০ লক্ষ্য নিয়ে এগুচ্ছে সৌদি আরব, আল নাসের-এ রোনালদোর অন্তর্ভুক্তি সেটি এগিয়ে নিতে সহায়তা করবে।

কয়েক মাস আগেও যা ছিলো একেবারেই অসম্ভব, সময়ের ব্যবধানে তাই ছুঁয়ে দেখার উপলক্ষ। মহাতারকা রোনালদোর আগমনে শুধু মরসুল পার্ক না, বরং উৎসবের ঢেউ লেগে গেছে গোটা সৌদি ফুটবলে।

এশিয়ান ফুটবলে সৌদি আরব পাওয়ার হাউজ। তবে ইউরোপ-ল্যাতিনের তুলনায় পিছিয়ে। বিশ্ব ফুটবলে ওদের জায়গা করতে হলে উন্নতি আনতে হবে কাঠামোয়। যার প্রথম ধাপ হতে পারে ক্লাব ফুটবল। ভিশন ২০৩০ বাস্তবায়নে রনের চুক্তিতে সেই সম্ভাবনাই দেখছেন সমর্থকরা।

এক সমর্থক বলেন, ‘এটা অনেক বড় চুক্তি। এটা সত্যিই আল নাসেরকে নেক্সট লেভেলে নেবে। ক্রিস্টিয়ানো রোনালদোর Cristiano Ronaldo Football Player মত তারকা সৌদি লিগ এবং একই সঙ্গে ক্লাবগুলোর মান বাড়াবে। আমার মনে হয় সৌদি আরব যে ভিশন ২০৩০ নিয়ে এগুচ্ছে তা বাস্তবায়নে এই চুক্তি ভূমিকা রাখবে।’

শান্তি রায়চৌধুরী

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –