ইউরোপ শাসন করা রোনাল্ডো খেলবেন সৌদির ক্লাবে, সত্যিই এ যেন অবিশ্বাস

Cristiano Ronaldo will play for saudi arabia club

শান্তি রায়চৌধুরী:Cristiano Ronaldo: আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা যেমন তিনি তেমনি চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ শিরোপা আর সর্বোচ্চ গোলও তাঁর। অথচ রোনালদোকেই কিনা এখন খেলতে হবে সৌদির ক্লাবে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও য়্যুভেন্তাসের মতো সেরা ক্লাবে খেলা, ইউরোপ শাসন করা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আরও কয়েকটা বছর শীর্ষ ক্লাবগুলোতে দেখতে চেয়েছিলেন ভক্তরা।

রোনাল্ডো সবসময়ই সেরাদের সেরা হতে চেয়েছেন। বিশ্বকাপ শিরোপা, সবচেয়ে বেশি ব্যালন ডি’অর কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জয় স্বপ্ন দেখেছেন সর্বোচ্চ অর্জনের। কিন্তু ক্যারিয়ারের শেষভাগটা মনের মতো হলো না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। পর্তুগিজ তারকার ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল নাসের।

ফুটবল ইতিহাসে এতো অর্থের বিনিময়ে দলবদল আগে কখন হয়নি। এতেও কিন্তু শান্তি নেই রোনাল্ডোর! এতো বছর যাকে নিয়ে গর্ব করেছে ভক্তরা, সেই প্রাণপ্রিয় তারকার সৌদি ক্লাব আল নাসেরে যোগদানের খবর তাদের কাছেই বা কতটুকু স্বস্তির!

কিছুদিন আগে যাকে অনেকেই মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ ডাকতেন, তিনিই এখন থেকে আর দাপিয়ে বেড়াবেন না ইউরোপ সেরাদের মঞ্চে। চ্যাম্পিয়ন্স লিগে এই প্রজন্মে তাঁর চেয়ে সফল কেউ নেই। সবচেয়ে বেশি ৫টি চ্যাম্পিয়ন্স লিগ তাঁর ঝুলিতে। সর্বকালের হিসেবে পাকো গেন্তোর ৬ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পরই আছে তাঁর অর্জন। একাধিক ক্লাবের হয়ে এত ইউসিএল আর কারও নেই।

ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনাল্ডোর (Cristiano Ronaldo) পারফরম্যান্সও দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স লিগে ১৮৩ ম্যাচে ১৪০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির গোলসংখ্যা ১২৯টি।

আন্তর্জাতিক গোলসংখ্যাতেও সবার ওপরে রোনাল্ডো। ১৯৬ ম্যাচে ১১৮ গোল আছে তাঁর। আর মেসি এখনও অনেক পিছিয়ে তার থেকে। মেসির গোলসংখ্যা ৯৮টি।

তবে গেল কয়েকটা বছরে সব হিসেবে উল্টে গেছে আন্তর্জাতিক ও চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরারের। প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে সেভাবে থিতু হতে পারেননি। কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বে ছাড়তে হয়েছে দল। সবশেষ বিশ্বকাপে পছন্দের তালিকায় ছিলেন না পর্তুগাল জাতীয় দলের কোচের কাছেও।

রোনাল্ডোকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে রূঢ় বাস্তবতার কাছে। ইউরোপ শাসন করা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখন খেলবেন সৌদি আরবের লিগে। সত্যিই এ যেন অবিশ্বাস্য!

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –