শান্তি রায়চৌধুরী: ইউরোপের দামি ক্লাবগুলোতে দীর্ঘদিন খেলেছেন তিনি। এর বাইরে সেখানকার স্বাধীন উচ্চাভিলাষী জীবনও উপভোগ করেছেন। তবে এবার পাড়ি জমিয়েছেন ভিন্ন মহাদেশে। অর্থাৎ এশিয়ার রক্ষণশীল দেশ সৌদি আরবে। এবার শরিয়াহ আইনের দেশটিতে কীভাবে জীবন কাটাবেন ক্রিস্টিয়ানো রোনালদো? এই প্রশ্নটাই এখন ভক্তদের মুখে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, রাজধানী রিয়াদে থাকবেন রোনালদো। সেখানেই তাঁর জন্য একটি বিলাসবহুল বাড়ির ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ পাউন্ড। বিলাসী জীবনযাপনের সবকিছুরই ব্যবস্থা আছে সেখানে।
সেখানে থাকছে ৮ বেডরুমের একটি বাড়ি। এখানে থাকবে অলিম্পিক সাইজ সুইমিংপুল। ভিলা প্রাঙ্গণে থাকবে বাচ্চাদের স্কুল, গলফ কোর্ট ও ব্র্যান্ড শপ। ইউরোপীয় জীবনধারার অনেক কিছুই সৌদি আরবে কঠোরভাবে নিষিদ্ধ। তবে বিদেশিদের জন্য ঘরোয়া পরিবেশে ইউরোপ-আমেরিকার জীবনযাত্রার সবকিছুরই ব্যবস্থা আছে। আল নাসের ফরওয়ার্ড রোনালদোও পাবেন তেমন সুযোগ-সুবিধা।
তাছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো নতুন ক্লাব থেকে বছরে তিনি ২১ কোটি মার্কিন ডলার আয় করবেন। যা শুধু ফুটবল নয়, খেলাধুলার ইতিহাসেই সর্বোচ্চ।
আরও পড়ুন –
- ভাতের তৈরি ঘরোয়া ফেস প্যাক দিয়ে পেয়ে যান সুন্দর ও টানটান স্কিন
- খাটি হাতে থাকলে নিয়ে আসে প্রচুর সম্পদ
- আবার নতুন প্রেমে মজেছেন নেইমার
- ঝকঝকে ও সুস্থ্য সুন্দর দাঁতের জন্য ঘরোয়া টিপস