Sunday, December 10, 2023
Homeখেলাধুলা২০২২ সালের সর্বোচ্চ গোলদাতার নাম ঘোষণা করলো আইএফএফএইচএস

২০২২ সালের সর্বোচ্চ গোলদাতার নাম ঘোষণা করলো আইএফএফএইচএস

Highest Goal Scorer 2022: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবলের (আইএফএফএইচএস) ২০২২ সালে আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ঘোষণা করেছে। এই পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে।

আইএফএফএইচএস এর এই পুরস্কার দেওয়া হয় জাতীয় দল ও ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল বিবেচনায়। ২০২২ সালে আর্জেন্টিনার জার্সিতে ১৮ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ৪ গোল করে এই পুরস্কার পেয়েছেন মেসি। এ নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি তিনবার এই পুরস্কার জিতলেন।

কাতার বিশ্বকাপে ফ্রান্সের (Highest Goal Scorer 2022)
তারকা এমবাপ্পে মেসির চেয়ে মাত্র ১ গোল কম করে দ্বিতীয় হয়েছেন। এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ ৯টি ও ফ্রান্সের জার্সিতে ১২টি গোল করেছেন।

আইএফএফএইচএস এর ২০২২ সালের পুরুষদের সেরা আন্তর্জাতিক গোল স্কোরারের তালিকায় তিন নম্বরেও আছেন এক আর্জেন্টাইন তারকা। তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজ গত বছরে করেছেন ১৫ গোল। এছাড়া নরওয়ের আর্লিং হাল্যান্ড ও সেনেগালের সাদিও মানে করেছেন সমান ১৪ গোল।

শান্তি রায়চৌধুরী

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments