‘ভারতে ৩০ বছরের পরই খেলোয়াড়দের ৮০ বছরের বুড়োর মতো দেখা হয়’

murli vijay don't want to play for india

Murli Vijay : ভারতের হয়ে একসময় টেস্টে নিয়মিত ওপেনার ছিলেন মুরালি বিজয়। তবে চার বছর ধরে নির্বাচকদের চিন্তায়ই নেই তিনি। তাই তিনি আর ভারতের হয়ে খেলতে চান না। খেলতে চান বিদেশের কোনো লিগে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুরালি বিজয় নিজের মনের ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় শেষ। এবার বিদেশে খেলার সুযোগ খুঁজছি। এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই।’

এদিকে ভারতে ক্রিকেটারদের বয়স নিয়ে মানসিকতার পরিবর্তন দরকার বলে মনে করেন ৩৮ বছর বয়সী এই ওপেনার। তিনি বলেন, ‘৩০ বছরের বেশি বয়স হলে কি দেশের হয়ে আর খেলা যায় না? সবাই মনে করে, ভারতে ৩০ বছরের পরই খেলোয়াড়দের ৮০ বছরের বুড়ো হয়ে গেছে। ৩০ বছরের পরও কেউ নিজের সেরা ছন্দে যেতে পারে। কে কেমন খেলছে সেটা দেখা প্রয়োজন।’

ভারতের হয়ে মুরালি বিজয় শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৮ সালে। তবে তার শেষ স্মরণীয় সিরিজটি ছিল ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সে সিরিজে ভারতের কেউই জ্বলে উঠতে না পারলেও বিজয় খেলেছিলেন দারুণ সিরিজ। সেই সিরিজে তার এক সেঞ্চুরির পাশাপাশি ছিল দুই হাফ সেঞ্চুরি।

ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন বিজয়। টেস্টে ৩৮.৩ গড়ে তার সংগ্রহ ৩৯৮২ রান। আইপিএলেও ১০৬টি ম্যাচ খেলে ২ হাজার ৬১৯ রান করেছেন তিনি।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –