শান্তি রায়চৌধুরী: BCCI: নতুন নির্বাচকদের নাম জানা যাবে আর কয়েক দিনের মধ্যেই। সোমবারই প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বোর্ডের দফতরে। সেখানে কড়া প্রশ্নের সামনে পড়তে হল প্রার্থীদের। অনেককেই সমস্যায় পড়তে হয়েছে। শেষ পর্যন্ত কাদের বেছে নেওয়া হবে, সেটাই এখন দেখার।
বর্তমান পরিস্থিতি যা, তাতে চেতন শর্মাকেই আবার নির্বাচক কমিটির চেয়ারম্যান করার সম্ভাবনা।
এদিকে নির্বাচক কমিটিতে আসার জন্য আবেদন করেছেন আগের কমিটিতে থাকা হরবিন্দর সিংহও। তাঁদেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রার্থীদের প্রশ্ন করা হয়েছিল- ১) রোহিত শর্মার অধিনায়কত্বের মেয়াদ শেষ হলে পরের তিন বছরের জন্য কাকে অধিনায়ক করবেন? ২) বিভিন্ন ফরম্যাটে আগামী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে কারা আমাদের তালিকায় রয়েছেন? ৩) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের কোনও ক্রিকেটারকে কি সিনিয়র দলে খেলানোর সময় এসেছে? ৪) ঋষভ পন্থের অনুপস্থিতিতে কেএস ভরত বাদে অন্য কোনও ক্রিকেটারকে কি খেলানো যায়? ৫) বিশ্বকাপের আগে জুনিয়র এবং সিনিয়রদের মধ্যে ভারসাম্য রেখে কী ভাবে দল গঠন হতে পারে? BCCI
অশোক মলহোত্রার নেতৃত্বাধীন কমিটি এই প্রশ্নগুলি করেন নির্বাচিত হতে চলা সদস্যদের সামনে। তবে বোর্ডের সূত্র জানাচ্ছে, চেতন এবং হরবিন্দরের পুনর্নিয়োগ কার্যত নিশ্চিত। উত্তর এবং মধ্যাঞ্চলই তাদের ভাবাচ্ছে। ভোট সূত্র থেকে জানা গেছে, জুনিয়রদের নির্বাচক কমিটির চেয়ারম্যান এস শরথকেও বোর্ড আবেদন করতে বলেছে। কারণ, নতুন প্রতিভার ব্যাপারে তিনি ভাল মতো জানেন।
এ ছাড়া, পূর্বাঞ্চল থেকে ওড়িশার প্রাক্তন ক্রিকেটার শিবসুন্দর দাস। পশ্চিমাঞ্চল থেকে গুজরাতের মুকুন্দ পারমার এগিয়ে রয়েছেন।সূত্রের খবর, নির্বাচকদের সঙ্গে মাত্র এক বছরের চুক্তি করা হবে।
আরও পড়ুন –
- মস্তিষ্ক সুস্থ রাখতে প্রয়োজনীয় কিছু খাদ্য তালিকা
- ইউরোপ শাসন করা রোনাল্ডো খেলবেন সৌদির ক্লাবে, সত্যিই এ যেন অবিশ্বাস
- সদ্যজাত বাচ্চাকে চুমু খাওয়া ঠিক নয়
- Child Constipation Problem: শীতে শিশুর কোষ্ঠকাঠিন্য
- স্বপ্নে এগুলো দেখলে সামনে খারাপ সময় আসতে চলেছে সাবধান হন
- প্রতীক্ষার অবসান আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক
- ২০২২ সালের সর্বোচ্চ গোলদাতার নাম ঘোষণা করলো আইএফএফএইচএস
- ইস্টবেঙ্গলে আসতে চলেছেন ইংরেজ স্ট্রাইকার জাক জার্ভিস