Monday, December 11, 2023
Homeখেলাধুলাবোর্ডের কড়া বাউন্সারের সামনে হবু নির্বাচকেরা, নতুন নির্বাচকদের নাম ঘোষণা শীঘ্রই

বোর্ডের কড়া বাউন্সারের সামনে হবু নির্বাচকেরা, নতুন নির্বাচকদের নাম ঘোষণা শীঘ্রই

শান্তি রায়চৌধুরী: BCCI: নতুন নির্বাচকদের নাম জানা যাবে আর কয়েক দিনের মধ্যেই। সোমবারই প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বোর্ডের দফতরে। সেখানে কড়া প্রশ্নের সামনে পড়তে হল প্রার্থীদের। অনেককেই সমস্যায় পড়তে হয়েছে। শেষ পর্যন্ত কাদের বেছে নেওয়া হবে, সেটাই এখন দেখার।

বর্তমান পরিস্থিতি যা, তাতে চেতন শর্মাকেই আবার নির্বাচক কমিটির চেয়ারম্যান করার সম্ভাবনা।
এদিকে নির্বাচক কমিটিতে আসার জন্য আবেদন করেছেন আগের কমিটিতে থাকা হরবিন্দর সিংহও। তাঁদেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রার্থীদের প্রশ্ন করা হয়েছিল- ১) রোহিত শর্মার অধিনায়কত্বের মেয়াদ শেষ হলে পরের তিন বছরের জন্য কাকে অধিনায়ক করবেন? ২) বিভিন্ন ফরম্যাটে আগামী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে কারা আমাদের তালিকায় রয়েছেন? ৩) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের কোনও ক্রিকেটারকে কি সিনিয়র দলে খেলানোর সময় এসেছে? ৪) ঋষভ পন্থের অনুপস্থিতিতে কেএস ভরত বাদে অন্য কোনও ক্রিকেটারকে কি খেলানো যায়? ৫) বিশ্বকাপের আগে জুনিয়র এবং সিনিয়রদের মধ্যে ভারসাম্য রেখে কী ভাবে দল গঠন হতে পারে? BCCI

অশোক মলহোত্রার নেতৃত্বাধীন কমিটি এই প্রশ্নগুলি করেন নির্বাচিত হতে চলা সদস্যদের সামনে। তবে বোর্ডের সূত্র জানাচ্ছে, চেতন এবং হরবিন্দরের পুনর্নিয়োগ কার্যত নিশ্চিত। উত্তর এবং মধ্যাঞ্চলই তাদের ভাবাচ্ছে। ভোট সূত্র থেকে জানা গেছে, জুনিয়রদের নির্বাচক কমিটির চেয়ারম্যান এস শরথকেও বোর্ড আবেদন করতে বলেছে। কারণ, নতুন প্রতিভার ব্যাপারে তিনি ভাল মতো জানেন।

এ ছাড়া, পূর্বাঞ্চল থেকে ওড়িশার প্রাক্তন ক্রিকেটার শিবসুন্দর দাস। পশ্চিমাঞ্চল থেকে গুজরাতের মুকুন্দ পারমার এগিয়ে রয়েছেন।সূত্রের খবর, নির্বাচকদের সঙ্গে মাত্র এক বছরের চুক্তি করা হবে।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments