Monday, May 29, 2023
Homeবিনোদনফের নক্ষত্রের পতন, ২২ বছর বয়সে প্রয়াত শিল্পী শেল সাগর

ফের নক্ষত্রের পতন, ২২ বছর বয়সে প্রয়াত শিল্পী শেল সাগর

সঙ্গীত মহলে ফের শোকের ছায়া। বৃহস্পতিবার দুপুরে শেষকৃত্য হয় সংগীত শিল্পী কৃষ্ণকুমার কন্নথের। আর ১ জুন মারা যান দিল্লির উঠতি সঙ্গীতশিল্পী নাম শেইল সাগর। প্রথম থেকেই তাঁর স্বপ্ন ছিল গায়ক হয়ে ওঠার। গানই ছিল শেলের জীবনের ধ্যান জ্ঞান তপস্যা। নেটদুনিয়ায় জনপ্রিয়তাও বাড়ছিল দিন দিন। তবে হঠাৎ করেই যে জীবন এভাবে থেমে যাবে, তা কোনভাবেই আন্দাজ করতে পারেননি শেলের অনুরাগীরা। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তাঁর এক বন্ধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি শেয়ার করেছেন।

২০২১ সালে তাঁর প্রথম সিঙ্গলস ‘ইফ আই ট্রাইড’, তাঁকে জনপ্রিয় করে তোলে জেন জেডের কাছে। রিলিজের পর এই গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল নতুন প্রজন্মের কাছে। গানটি মুক্তি পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই লক্ষাধিক লাইক ও শেয়ার হতে শুরু করে এই গান। ওই বছরই আরও তিনটে সিঙ্গলস তিনি রিলিজ করেছিলেন-‘বিফোর ইট গোজ’,’স্টিল’,’মিস্টার মোবাইল ম্যান লাইভ। ইন্ডিপেনডেন্ট মিউজিক আর্টিস্ট হিসেবেই নিজেকে পরিচয় দিতেন শেল। তাঁর ‘ইফ আই ট্রাইড’, স্পটিফাই মিউজিক অ্যাপে প্রায় চল্লিশ হাজার বার স্ট্রিম হয়েছে, যা কিনা নতুন গায়ক হিসাবে একটা বড় রেকর্ড।

তবে শুধু এই গানই নয়, নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিল শেলের প্রায় প্রত্যেকটি গান। এমন এক উঠতি প্রতিভার মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা।

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments