Bangla Shortfilm : গ্রাম বাংলার নস্টালজিক অনুভুতি নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি পুতুল কাকু খুব শীঘ্রই মুক্তি পাবে ইউটিউব -এ। এই ছবির ট্রেলার রিলিজ হল আজ। এই ছবি মুক্তি পাবে ছায়াছবি ইউটিউব চ্যানেল থেকে।
পুতুল কাকু বাংলা শর্ট ফিল্ম টি পরিচালনা করেছেন রাজদীপ রায়। এই ফিল্মের প্রযোজনা করেছেন কাটাকুটি ফিল্মস এর প্রদীপ গোস্বামী। এছারাও সহ প্রযোজনায় আছেন নির্মল মহান্তি ও অর্পণ গাঙ্গুলি। সিনেমাটোগ্রাফি করেছেন অনন্ত চক্রবর্তী, সম্পাদনায় অনল এ মোদক, এই ছবির পোস্ট প্রোডাকসন হয়েছে অগ্নিকা মিডিয়া ওয়ার্কস স্টুডিয়ো থেকে।
পুতুল কাকু শর্ট ফিল্মের (Bangla Shortfilm) প্রেক্ষাপট শুরু হচ্ছে গ্রামে এক পুতুল বিক্রেতাকে কেন্দ্র করে। সেই বিক্রেতা গ্রামের এক মেয়ে পরনার সাথে পরিচয় হয় ও তিনি হয়ে ওঠে পরনার পুতুল কাকু। তারপর তাদের সম্পর্ক নিয়ে এই ফিল্মের গল্প এগিয়ে যায়।
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন – দেবাশিস গাঙ্গুলি, পরনা গোস্বামী, রাজদীপ রায়, অনন্ত চক্রবর্তী ও মেঘা।
খুব শীঘ্রই পুরো সিনেমাটি মুক্তি পাবে ছায়াছবি ইউটিউব চ্যানেলে। ট্রেলারটি দেখার পর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পুরো সিনেমা দেখার জন্য।
নীচে দেওয়া হল পুতুল কাকু ফিল্মের ট্রেলার।
আরও পড়ুন –
- খুব শীঘ্রই মুক্তি পাবে বাংলা ফিল্ম অজানা উত্তম
- এই বিশেষ রেখাটি হাতে থাকলে নিয়ে আসে প্রচুর সম্পদ
- তুলসী পাতার এই টোটকা মুক্তি দেবে অনেক সমস্যা থেকে
- মহাভারতের ২৫ টি অজানা কথা যা জানলে আপনিও অবাক হবেন
- ভগবান শ্রী বিষ্ণু এক নারীর সতীত্ব নষ্ট করেছিলেন কেন জানেন ?
- ‘অন্য রকম কাহিনী’ – কলমে অলিভিয়া দে মোদক
-
স্তনের আকার বলে দেয় নারীর ব্যক্তিত্ব, বলছে সামুদ্রিক শাস্ত্র