Akhorbhumi Magazine: দশমিক পলাশের সম্পাদনায় আত্মপ্রকাশ ঘটলো “অক্ষরভূমি”-সাহিত্য পত্রিকার

দশমিক পলাশের সম্পাদনায় আত্মপ্রকাশ ঘটলো "অক্ষরভূমি"-সাহিত্য পত্রিকার Akhorbhumi Magazine Launch Event

Akhorbhumi Magazine: নিজস্ব প্রতিনিধি: মহালয়ার শুভ তিথিতে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির জীবনানন্দ সভাগৃহে কবি দশমিক পলাশ (পলাশ পাল) এর সম্পাদনায় “অক্ষরভূমি”-আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ ঘটে কবি ও শিশু সাহিত্যিক কার্তিক ঘোষ ও সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয়ের হাত ধরে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রসূন ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মৃদুল বিশ্বাস, রাজশঙ্কর পাণ্ডে,কুমুদ মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, কবি আনারুল ইসলাম প্রামানিক,ভারতীয় মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি মনোতোষ বেরা, কবি ও চলচ্চিত্র পরিচালক রাজকুমার দাসসহ বাউল শিল্পী স্বপন দত্ত, সমাজ সেবক শিবাজী দে প্রমুখরা।

Akhorbhumi Magazine Launch
“অক্ষরভূমি”-সাহিত্য পত্রিকা

পত্রিকার সম্পাদক কবি দশমিক পলাশ জানান- বৈশাখ মাসে যখন “কবিতার ক্যালেন্ডার” প্রকাশ করি তখন সবাইকে সুযোগ দিতে পারি নি ,সবাই যাতে কলম ধরার সুযোগ পায় সে জন্যই পত্রিকা প্রকাশ এবং সাহিত্যের মাঝে সকল গুণীজনদের একত্রে করে এক মেলবন্ধন তৈরী করার চেষ্টা করেছি।ডিজিটাল যুগে এখনও বেশির ভাগ মানুষ ছাপা পাঠ্য পুস্তক আকারে যেকোনো বই পড়তে ভালোবাসে বলে তিনি মনে করেন।

দশমিক পলাশের সম্পাদনায় আত্মপ্রকাশ ঘটলো "অক্ষরভূমি"-সাহিত্য পত্রিকার  Akhorbhumi Magazine Launch Event
দশমিক পলাশের সম্পাদনায় আত্মপ্রকাশ ঘটলো “অক্ষরভূমি”-সাহিত্য পত্রিকার

“অক্ষরভূমি” পুরস্কার-2022 তুলে দেওয়া হয় সুদামকৃষ্ণ মন্ডল এর হাতে।এইদিনের মঞ্চে অতিথি সহ গুণীজনদের সংবর্ধনা জানানোর পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ ,গান,আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশিত হয়।বাংলার নানান প্রান্ত থেকে কবি, সাহিত্যিক,সাহিত্যপ্রেমী মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করে তোলেন।সকলকে স্মারক সাম্মানে সাম্মানিত করা হয়।

সাহিত্য পত্রিকা  Akhorbhumi Magazine Launch Event
Akhorbhumi Magazine Launch Event

মাস্টার ঋক দাস,সৌনাক, সুদিব পাল সহ অন্যান্য ক্ষুদেদের মিষ্টি কবিতা পরিবেশন সকলকে মুগ্ধ করে। প্রেক্ষাগৃহে ভর্তি ছিল দর্শকাশন,পাশাপাশি জমজমাট হয়ে ওঠে সকলের অংশগ্রহণ।কবি ও কবিতা এই ভাবে বেঁচে থাকুক তার নিজস্বতা নিয়ে।যেখানে সারস্বত সাধনায় আমরা প্রতিটি মুহুর্ত যেন নিজেদের এইভাবে নিয়োজিত করে রাখতে পারি।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –