Akhorbhumi Magazine: নিজস্ব প্রতিনিধি: মহালয়ার শুভ তিথিতে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির জীবনানন্দ সভাগৃহে কবি দশমিক পলাশ (পলাশ পাল) এর সম্পাদনায় “অক্ষরভূমি”-আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ ঘটে কবি ও শিশু সাহিত্যিক কার্তিক ঘোষ ও সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয়ের হাত ধরে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রসূন ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মৃদুল বিশ্বাস, রাজশঙ্কর পাণ্ডে,কুমুদ মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, কবি আনারুল ইসলাম প্রামানিক,ভারতীয় মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি মনোতোষ বেরা, কবি ও চলচ্চিত্র পরিচালক রাজকুমার দাসসহ বাউল শিল্পী স্বপন দত্ত, সমাজ সেবক শিবাজী দে প্রমুখরা।
পত্রিকার সম্পাদক কবি দশমিক পলাশ জানান- বৈশাখ মাসে যখন “কবিতার ক্যালেন্ডার” প্রকাশ করি তখন সবাইকে সুযোগ দিতে পারি নি ,সবাই যাতে কলম ধরার সুযোগ পায় সে জন্যই পত্রিকা প্রকাশ এবং সাহিত্যের মাঝে সকল গুণীজনদের একত্রে করে এক মেলবন্ধন তৈরী করার চেষ্টা করেছি।ডিজিটাল যুগে এখনও বেশির ভাগ মানুষ ছাপা পাঠ্য পুস্তক আকারে যেকোনো বই পড়তে ভালোবাসে বলে তিনি মনে করেন।
“অক্ষরভূমি” পুরস্কার-2022 তুলে দেওয়া হয় সুদামকৃষ্ণ মন্ডল এর হাতে।এইদিনের মঞ্চে অতিথি সহ গুণীজনদের সংবর্ধনা জানানোর পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ ,গান,আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশিত হয়।বাংলার নানান প্রান্ত থেকে কবি, সাহিত্যিক,সাহিত্যপ্রেমী মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করে তোলেন।সকলকে স্মারক সাম্মানে সাম্মানিত করা হয়।
মাস্টার ঋক দাস,সৌনাক, সুদিব পাল সহ অন্যান্য ক্ষুদেদের মিষ্টি কবিতা পরিবেশন সকলকে মুগ্ধ করে। প্রেক্ষাগৃহে ভর্তি ছিল দর্শকাশন,পাশাপাশি জমজমাট হয়ে ওঠে সকলের অংশগ্রহণ।কবি ও কবিতা এই ভাবে বেঁচে থাকুক তার নিজস্বতা নিয়ে।যেখানে সারস্বত সাধনায় আমরা প্রতিটি মুহুর্ত যেন নিজেদের এইভাবে নিয়োজিত করে রাখতে পারি।
আরও পড়ুন –
- মঙ্গলের রাশি পরিবর্তন কেমন যাবে এই সময় জেনে নিন
- Garuda Purana: এই নীতি মানুষের জীবনকে সঠিক দিকে নিয়ে যায়
- Mahalaya 2022: মহালয়া কি ? কেন এই দিন এত গুরুত্বপূর্ণ ?
- উৎসব মরশুমের প্রাক মুহুর্তে ‘রাগা মিউজিক’ থেকে মুক্তি পেল গায়ক অমিতবন্ধু ঘোষ-এর দুটো গানের সঙ্কলন ‘মা এলো ঘরে’
- বাস্তুদোষের জন্য ইলেকট্রনিক সামগ্রী বার বার খারাপ হচ্ছে ও বাড়িতে লাল পিঁপড়ের উপদ্রব – প্রতিকার কি
- ll 🌺 অম্বুবাচী অনাবসর 🌺 ll
- শিব ও পার্বতীর প্রেম ও বিয়ের গল্প – লেখিকা অনামিকা