ষষ্ঠী থেকে দশমী জানুন দুর্গা পূজার নির্ঘণ্ট

durga puja 2022 date and details timing of puja-Khobor Dobor

Durga puja 2022 : আশ্বিনের শারদ প্রাতের অপেক্ষায় সাড়া বিশ্ব উন্মুখ হয়ে থাকে। কৈলাস থেকে মা আসেন এক বছর পর, তার মা মেনকার ঘরে। উমাকে বরণ করার জন্য সবার নিজের মতো করে প্রস্তুতি চলে। এই সময় একদিকে চলে মা দূর্গা কে ঘিরে বাঙালির শ্রেষ্ঠ মহোৎসব দূর্গা পূজা আর অনদিকে তাঁর আরাধনাতেই মত্ত হয় মানুষ নবরাত্রি কে ঘিরে। শেষ দিন মানে দশম দিন বাঙালিদের কোলাকুলি, প্রণাম ও মিস্টি মুখের সাথে পালিত হয় বিজয়া দশমী। আর রাবন বধ করে অর্থাৎ দুষ্টের বিনাশ ঘটিয়ে আলো ও শুভ শক্তি কে জাগ্রত করে ভূ ভারত জুড়ে উৎযাপিত হয় দশেরা।

মা  দুর্গার আগমন ঘটছে “গজে ” যার ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরা।

এই সকল কর্ম সূচি, মায়ের পূজার সকল নিয়ম অনুষ্ঠিত হয় পাঁজি পঞ্জিকার সময়নুসারে। এবার জেনে নেওয়া যাক শারদীয়া দূর্গা পূজার আচার অনুষ্ঠানের সময় নির্ঘন্ট।

দুর্গা পূজার নির্ঘণ্ট (Sardiya Durga Puja 2022 Timing)

মহা ষষ্ঠী পূজার সময়

১৪ই আশ্বিন, ইং ১ লা অক্টোবর, শনিবার ষষ্ঠী রাত্রির ঘন্টা ৮/৩৭ মিনিট ষষ্ঠদি কল্পারম্ভ। সায়ংকালে ষষ্ঠী পূজা। বোধন আমন্ত্রণ ও অধিবাস। অঞ্জলি সন্ধ্যা ৬ টায়।

মহা সপ্তমী পূজার সময়

১৫ আশ্বিন, ইং ২ রা অক্টোবর, রবিবার সপ্তমী ঘন্টা রাত্রি — ৬/২২ মিনিট পযন্ত। দিবা ৮/৩০ মিনিট নবপত্রিকা প্রবেশ ও পূজা আরম্ভ। অঞ্জলি — সকাল ১১ টায়।

মহাষ্টমী পূজার সময়

১৬ ই আশ্বিন, ইং ৩ রা অক্টোবর, সোমবার অষ্টমী অপরাহ — ৪ টা পর্যন্ত। পূজা আরম্ভ সকাল — ৭ টায়। অঞ্জলি— সকাল ৯/৩০ মিনিট।

সন্ধি পূজার নির্ঘণ্ট

দিবা — ৩/৩৬ গতে অপরাহ ৪/২৪ মধ্যে সন্ধিপূজা। অপরাহ ৪ টা গতে বলিদান।৪/২৪ মধ্যে সন্ধিপুজা সমাপন। অঞ্জলি বিকাল ৪ টায়।

মহানবমী পূজার সময়

১৭ ই অশ্বিন, ইং ৪ ঠা অক্টোবর,নবমী মঙ্গলবার দিবা ১/৩৪ মিনিট পর্যন্ত। পূজারম্ভ ৮ /২৯ গতে। অঞ্জলি — সকাল ১১/ ৩০ মিনিট।

বিজয়া দশমী পূজার নির্ঘণ্ট

১৮ ই অশ্বিন, ইং ৫ ই অক্টোবর বুধবার বিজয়া দশমী দিবা ১১/১১ মিনিট পর্যন্ত। দিবা ৮/৩০ মিনিট মধ্যে দশমী বিহিত পূজা ও দিবা ১০ টায় বিসর্জন। পুজারম্ভ — সকাল ৭ টায়। অঞ্জলি সকাল — ৯ টায়। কুলাচার বসত অপরাজিতা পূজা।

মা দুর্গার গমন হবে নৌকায় যার ফল হবে শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –