রাম মন্দিরের ইতিহাস । জানুন বিস্তারিত …

Ram Mandir Temple

রাম মন্দিরের ইতিহাস ? ( History of Ram temple?)  

রাম মন্দির history-of-ram-temple যেটা অযোধ্যায় । হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রাম আর তারই জন্মস্থান উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় ।  আর সেই তারই জন্মস্থানে সকলের প্রিয় শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ হলো। সম্পূর্ণ হয় ২২শে জানুয়ারি ২০২৪ তারিখে এবং শুরু হয় কাজ করা ৫ই আগস্ট ২০২০ অর্থাৎ ৩ বছর ধরে । 

আমরা যদি ইতিহাস জানতে চাই তাহলে আমাদের জানতে হবে প্রাচীন যুগ এবং মধ্যযুগ তারপরে আমাদের এই আধুনিক যুগ  । 

প্রাচীন যুগে সম্রাট চন্দ্রগুপ্ত অযোধ্যার মন্দির টি স্থাপন করেছিলেন । তারপর সালটি ছিল ১৫২৮ মীর নামে এক সৈন্য যে ছিল বাবরের , মন্দিরটি ধুলিস্যাৎ করে এবং সেই স্থানে মসজিদ স্থাপন করে । সেই থেকে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে  মতবিরোধ তৈরি হয় । এখান থেকেই শুরু হয় মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে লড়াই এই জায়গাটি নিয়ে । 

 

তারপর , মধ্যযুগ  থেকে যখন ইংরেজদের শাসন চালু হয় ( অর্থাৎ ব্রিটিশদের শাসন )  সেই লড়াই রুখতে  হিন্দু মুসলিমদের মধ্য কিছু কিছু অংশ ভাগ করে দেয় । যেমন কমপ্লেক্স এর বাইরের দিকে হিন্দুরা পুজো করতে উদ্যত হয় এবং অনুমতি পায় ।  তারপর গম্বুজের কাছে নামাজ পড়ার অনুমতি পাই মুসলিমরা । এইরকম ভাবে বিভিন্ন বিতর্কিত কাঠামো গড়ে ওঠে । 

 

  এবার আসলো আধুনিক যুগ – ২০০২ সালে হাইকোর্ট নির্দেশ জারি করে মন্দিরের অস্তিত্ব বা অস্তিত্বের প্রমাণ খুঁজে বার করার নির্দেশ দেওয়ার মাধ্যমে । এছাড়াও ২০১০ সালে বিতর্কিত যে বোর্ড নির্মাণ হয় সেই বোর্ড থেকেই তারা আখড়া এবং ভাগ করে দেয় ।  সালটা ছিল 2019 পাঁচ বছর আগেকার ঘটনা সুপ্রিম কোর্ট রায় দেন বিতর্কিত স্থানটি রাম লাল্লার কাছে হস্তান্তরের নির্দেশ । ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নরেন্দ্র মোদী 2020 সালে এই মন্দিরের ভূমি পুজো করেন ।  আর তার প্রাপ্তি হয় ২০২৪ সালের ২২ শে জানুয়ারি  রামের প্রাণ প্রতিষ্ঠা হয় অযোধ্যায় । ( সংগৃহীত ) 

রাম মন্দির কোথায় অবস্থিত ? ( Where Is Ram Mandir Located ? ) 

রাম মন্দির অবস্থিত উত্তরপ্রদেশের অযোধ্যায় । 

 

কত টাকা খরচ হলো এই রাম মন্দির তৈরিতে এবং  কতদিন লেগেছে ? ( How much money was spent to build this Ram temple and how long did it take?) 

এই রাম মন্দির করতে খরচ হয়েছে ১১০০ কোটি টাকারও বেশি । তবে আরো বিভিন্ন খরচ এর সাথে সংযুক্ত নেই । মূল মন্দির তৈরি করতে তিন- চার বছর লাগবে বলেছিল ,  সেটা সম্পূর্ণ হয়েছে জানুয়ারি মাসের ২২ তারিখের আগে যেটা ২০২৪ সালে । 

 

এই ধরনের কিছু পোস্ট জানতে দেখুন –