ইস্টবেঙ্গলে আসতে চলেছেন ইংরেজ স্ট্রাইকার জাক জার্ভিস

england-strikers-jack-jarvis-will-play-for-east-bengal-club-kolkata

শান্তি রায়চৌধুরী:Eastbengal Strikers jack jarvis: প্রত্যাশা মতো এলিয়ান্দ্রো ডস স্যান্টোসকে ছেড়ে দিল ইস্ট বেঙ্গল ক্লাব। সরকারি ভাবে ঘোষণা না করা হলেও ব্রাজিলীয় এই স্ট্রাইকারের জায়গায় লাল-হলুদে আসতে চলেছেন ইংল্যান্ডের ৩১ বছর বয়সি জাক জার্ভিস। চলতি সপ্তাহের মধ্যেই কলকাতায় পৌঁছনোর কথা ইংলিশ এই স্ট্রাইকারের।

মরসুমের শুরু থেকেই এলিয়ান্দ্রোকে সরানোর দাবিতে সরব লাল-হলুদ জনতা। আইএসএলে এই মরসুমে সাতটি ম্যাচে ১০৮ মিনিট খেলা সত্ত্বেও একটিও গোল করতে পারেননি তিনি! কিন্তু জানুয়ারির দল বদলের মরসুম শুরু হওয়ার আগেই এটিকে-মোহনবাগান আহত জনি কাউকো ও ফ্লোরেন্টিন পোগবার বিকল্প হিসেবে যথাক্রমে ফেদেরিকো গায়েগো এবং স্লাভকো দামইয়ানোভিচকে বেছে নিলেও ইস্টবেঙ্গলে কী হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা বাড়ছিল। Eastbengal Strikers jack jarvis

অবশেষে স্বস্তি ফিরল লাল-হলুদ সমর্থকদের। উলভস, বার্মিংহাম সিটির যুব দল থেকে উত্থান জাকের। বার্মিংহামের হয়ে এফএ কাপেও খেলেছেন তিনি। আক্রমণ ভাগে একাধিক জায়গায় খেলতে পারেন তিনি। খেলেছেন পোর্টসমাউথ এবং তুরস্কের লিগেও।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –