পেলে দেখিয়েছেন, বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষ হয়েও সাধারণ থাকা যায়

football player pele life style as a common man

Football Player Pele: বিশ্ব ফুটবলের দুনিয়ায় পেলে কি জিনিষ ছিলেন তা নতুন করে হয়তো বলার কিছু নেই। অনেক আগেই তিনি সিংহাসনে বসেছেন। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, “ফুটবলের রাজার যে দিকটি তার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের একজন হয়েও তিনি নিজেকে কী সাধারণভাবেই না তুলে ধরতেন!”

ক্লপের ভাষায়, এত খ্যাতি থাকার পরও সবার সঙ্গে খুব সাধারণভাবে মিশতে পারতেন তিনি, তাঁর সাধারণ মানসিকতার জন্য সকলের কাছে ছিলেন খুবই প্রিয়। ছিল না কোনো অহংবোধ।

ক্লপ বেশ গর্বের সঙ্গে বলেছেন, পেলের স্বাক্ষর করা একটি জার্সি আছে তাঁর কাছে। জন্মদিনে উপহার পেয়েছিলেন। ২০০৬ বিশ্বকাপের সময় জার্মান গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সেটা দিয়েছিলেন।

লিভারপুল কোচের কাছে, পেলেই (football player pele) সব সময়ের সেরা। “ভবিষ্যতে কেউ আমাকে যা-ই বলুক না কেন, পেলেই আমার কাছে সেরা। আমি এটা কখনও ভুলব না।”

“তারা দুই জনই (পেলে ও বেকেনবাওয়ার) দেখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হলেও পুরোপুরি সাধারণ একজন হিসেবে থাকা যায়। আর এই বিষয়টিই আমি বেশি ভালোবাসি, তাঁদের থেকে এটা আমি শিক্ষা হিসেবে নিয়েছি, যা আমি কখনও ভুলব না।”

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –