শান্তি রায়চৌধুরী: East Bengal transfer Window: নতুন বছরের শুরু থেকেই শুরু হয়েছে ট্রান্সফার
উইন্ডো। বাকি দলগুলি যখন একের পর এক দল গুছিয়ে নিচ্ছে, তখন ইস্টবেঙ্গল নিজেদের দল গোছানো নিয়ে পড়েছে সমস্যায়। নতুন কোন ফুটবলার সই করাতে ইস্টবেঙ্গল হিমসিম খাচ্ছে।
সূত্রের খবর, ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন এই মুহূর্তে বিদেশীদের পরিবর্তন খোঁজা নিয়ে বিরাট ধন্ধে পড়েছেন।
এলিয়ান্ড্রো, অ্যালেক্স লিমা ও ইভান গঞ্জালজের পরিবর্তন খোঁজার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল।
শুধু বিদেশি নয়, স্বদেশী খেলোয়াড় খুঁজতে গিয়েও সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল। লোনে বেশ কিছু ফুটবলারকে আনার চেষ্টা করছে লাল হলুদ ব্রিগেড। এখানেও ভালো মানের ভারতীয় ফুটবলার তুলে আনতে ব্যর্থ ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে কোচ স্টিফেন কনস্টান্টাইন বেশ হতাশ।
East Bengal transfer Window: সূত্রের খবর, ইতিমধ্যেই একজন বিদেশী এবং দুইজন ভারতীয় ফুটবলারকে নিতে বেশ কিছুটা এগিয়েছে।
আরও পড়ুন –
- গর্ভবতী হওয়ার সম্ভাবনা কীভাবে বাড়াবেন
- Lionel Messi: ২০২২ এ আকাশ ছোঁয়া আয়ের পাহাড় গড়লেন মেসি
- তুলসী পাতার এই টোটকা মুক্তি দেবে অনেক সমস্যা থেকে
- রোজ ডিম খাচ্ছেন ? অজান্তেই ডেকে আনছেন শরীরে বিভিন্ন রোগ
-
২৬ আগষ্ট রডা অস্ত্র লুন্ঠনের ১০৯ তম বর্ষপূর্তি পালনে প্রস্তুতি তুঙ্গে
- ভগবান শ্রী বিষ্ণু এক নারীর সতীত্ব নষ্ট করেছিলেন কেন জানেন ?
- ‘অন্য রকম কাহিনী’ – কলমে অলিভিয়া দে মোদক