East Bengal Transfer Window: ট্রান্সফার উইন্ডো: ঘোর সমস্যায় ইস্টবেঙ্গল

East Bengal transfer Window

শান্তি রায়চৌধুরী: East Bengal transfer Window: নতুন বছরের শুরু থেকেই শুরু হয়েছে ট্রান্সফার
উইন্ডো। বাকি দলগুলি যখন একের পর এক দল গুছিয়ে নিচ্ছে, তখন ইস্টবেঙ্গল নিজেদের দল গোছানো নিয়ে পড়েছে সমস্যায়। নতুন কোন ফুটবলার সই করাতে ইস্টবেঙ্গল হিমসিম খাচ্ছে।

সূত্রের খবর, ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন এই মুহূর্তে বিদেশীদের পরিবর্তন খোঁজা নিয়ে বিরাট ধন্ধে পড়েছেন।
এলিয়ান্ড্রো, অ্যালেক্স লিমা ও ইভান গঞ্জালজের পরিবর্তন খোঁজার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল।

শুধু বিদেশি নয়, স্বদেশী খেলোয়াড় খুঁজতে গিয়েও সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল। লোনে বেশ কিছু ফুটবলারকে আনার চেষ্টা করছে লাল হলুদ ব্রিগেড। এখানেও ভালো মানের ভারতীয় ফুটবলার তুলে আনতে ব্যর্থ ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে কোচ স্টিফেন কনস্টান্টাইন বেশ হতাশ।

East Bengal transfer Window: সূত্রের খবর, ইতিমধ্যেই একজন বিদেশী এবং দুইজন ভারতীয় ফুটবলারকে নিতে বেশ কিছুটা এগিয়েছে।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –