শান্তি রায়চৌধুরী:Eastbengal Strikers jack jarvis: প্রত্যাশা মতো এলিয়ান্দ্রো ডস স্যান্টোসকে ছেড়ে দিল ইস্ট বেঙ্গল ক্লাব। সরকারি ভাবে ঘোষণা না করা হলেও ব্রাজিলীয় এই স্ট্রাইকারের জায়গায় লাল-হলুদে আসতে চলেছেন ইংল্যান্ডের ৩১ বছর বয়সি জাক জার্ভিস। চলতি সপ্তাহের মধ্যেই কলকাতায় পৌঁছনোর কথা ইংলিশ এই স্ট্রাইকারের।
মরসুমের শুরু থেকেই এলিয়ান্দ্রোকে সরানোর দাবিতে সরব লাল-হলুদ জনতা। আইএসএলে এই মরসুমে সাতটি ম্যাচে ১০৮ মিনিট খেলা সত্ত্বেও একটিও গোল করতে পারেননি তিনি! কিন্তু জানুয়ারির দল বদলের মরসুম শুরু হওয়ার আগেই এটিকে-মোহনবাগান আহত জনি কাউকো ও ফ্লোরেন্টিন পোগবার বিকল্প হিসেবে যথাক্রমে ফেদেরিকো গায়েগো এবং স্লাভকো দামইয়ানোভিচকে বেছে নিলেও ইস্টবেঙ্গলে কী হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা বাড়ছিল। Eastbengal Strikers jack jarvis
অবশেষে স্বস্তি ফিরল লাল-হলুদ সমর্থকদের। উলভস, বার্মিংহাম সিটির যুব দল থেকে উত্থান জাকের। বার্মিংহামের হয়ে এফএ কাপেও খেলেছেন তিনি। আক্রমণ ভাগে একাধিক জায়গায় খেলতে পারেন তিনি। খেলেছেন পোর্টসমাউথ এবং তুরস্কের লিগেও।
আরও পড়ুন –
- পেলে দেখিয়েছেন, বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষ হয়েও সাধারণ থাকা
- Lionel Messi: ২০২২ এ আকাশ ছোঁয়া আয়ের পাহাড় গড়লেন মেসি
- ফের নক্ষত্রের পতন, ২২ বছর বয়সে প্রয়াত শিল্পী শেল সাগর
- ট্রান্সফার উইন্ডো: ঘোর সমস্যায় ইস্টবেঙ্গল
- ইউরোপ শাসন করা রোনাল্ডো খেলবেন সৌদির ক্লাবে, সত্যিই এ যেন অবিশ্বাস
- অরিজিৎ সিংহ এর নতুন অধ্যায়
- কলকাতার বুকে সম্পন্ন হল ক্যালকাটা ফিল্ম ফেস্টিবলের প্রথম মান্থলি স্ক্রিনিং