Monday, December 11, 2023
Homeখেলাধুলাক্যান্সারে আক্রান্ত টেনিস কিংবদন্তি মার্টিনা

ক্যান্সারে আক্রান্ত টেনিস কিংবদন্তি মার্টিনা

Martina Navratilova: দুই ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। ৬৬ বছর বয়সী প্রাক্তন এই টেনিস তারকা গলা এবং স্তনের ক্যানসারে আক্রান্ত। সোমবার নিজেই সে খবর জানিয়েছেন তিনি। মার্টিনার বিশ্বাস, দ্রুত চিকিৎসা করে সুস্থ হয়ে উঠবেন তিনি।

মার্টিনা জানিয়েছেন, ‘এটি আমার কাছে খুবই উদ্বেগের। কিন্তু আশার কথা হল, এটা সারানো যায়। আমার মধ্যে যে শক্তি রয়েছে তা দিয়েই এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’

এর আগে ২০১০ সালে স্তনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মার্টিনা (Martina Navratilova Tanis Legend)। সেবার রেডিয়েশন থেরাপি করে স্তন ক্যান্সার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। তখন বলা হয়েছিল, আর এই রোগ ফেরার সম্ভাবনা নেই। কিন্তু ১৩ বছর পর আবার সেই রোগ বাসা বেঁধেছে মার্টিনার শরীরে।

এর আগে মার্টিনা বলেছিলেন, ‘স্তন ক্যান্সার হওয়ার আগে এটা নিয়ে আমি খুব বেশি কথা বলিনি। এখন, আমি নারীদের কাছে আমার গল্পগুলো বলি। ক্যান্সার পরবর্তী সময়ে যেন তারা হতাশায় না ভুগেন।’

চেক বংশোদ্ভূত মার্টিনা নাভ্রাতিলোভা Martina Navratilova খেলা থেকে অবসর নেওয়ার পর টেনিস বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন। ১৯৭০ ও ১৯৮০ এর দশকে প্রভাবশালী খেলোয়াড়দের একজন তিনি। মার্টিনা আমেরিকান ক্রিস এভার্টের সাথে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীতা ছিল, যিনি সম্প্রতি ডিম্বাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন।

শান্তি রায়চৌধুরী

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments